অবুঝ এ মন
অবুঝ কথন
অবুঝ ক্ষনে
অবুঝ মতন
অবুঝ চাওয়ায়
অবুঝ স্বপন
নীলচে আলোয়
নীলচে তুমি
নীলাভের মাঝে
একলা আমি ।
একলা ক্ষনে ভীষণ আবেগে
অবুজ মনে যখন-তখন
চাইছি তোমায় অবুঝ মতন ।
অবুঝ কথন
অবুঝ ক্ষনে
অবুঝ মতন
অবুঝ চাওয়ায়
অবুঝ স্বপন
নীলচে আলোয়
নীলচে তুমি
নীলাভের মাঝে
একলা আমি ।
একলা ক্ষনে ভীষণ আবেগে
অবুজ মনে যখন-তখন
চাইছি তোমায় অবুঝ মতন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন