সোমবার, ২৯ জুন, ২০১৫

অলিখিত ডায়রির পাতা থেকে-২

তোমায় নিয়ে কোথাও কোনো একদিন হারিয়ে যেতে চাই,
সাগর পাড়ের ছোট্ট কুটিরে এক রাত থাকতে চাই।
সন্ধ্যে গড়িয়ে যখন রাত গড়াবে তোমার সাথে Candle Light Dinner করতে চাই।
Dinner শেষে দুজন wine এর বোতল নিয়ে সাগর পারে নেচে বেড়াতে চাই।
ওহ,আমি তো নাচতে জানিনা,Samba Move তুমি শিখিয়ে দিলে তোমার waist ধরে ১,২,৩, পিছনে,ডানে,সামনে Step ধরে নাচতে চাই। 
তারপর?
দুজন মিলে এক সিগারেট টানতে টানতে তারাদের গল্প শুনতে চাই। রাত পোহানোর আগে তোমায় নিয়ে প্রিয় কোনো মুভি দেখতে চাই। মুভি শেষে দুজন ঘুমিয়ে খুব বেলা করে উঠতে চাই,তারপর তোমায় নিয়ে বেরিয়ে যেতে চাই কোনো পাহাড়ি দেশে তেপান্তরে,হারাবার বেলায় সন্ধ্যে নেমে আসা, আষাঢ় কালে তোমায় নিয়ে ঐ দূর পাহাড়ের বুড়ি নানুর কুটিরে উঠতে চাই ।
বুড়ি নানু টা পাহাড়ি হলেও অনেক আধুনিক, সে গল্প আরেকদিন হবে। আজ না হয় সাগর পারেই রয়ে যাই,Samba,Wine আর নিকোটিন এর সাথে প্রিয় মুভি! চলোনা একদিন হারিয়ে যাই smile emoticon
-অলিখিত ডায়রির পাতা থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন