সোমবার, ২৯ জুন, ২০১৫

মা দিবস ২০১৫

মা কে নিয়ে টুকটাক প্রায়ই লেখি। আজো লিখেছিলাম,বেশিরভাগ থাকে আম্মুর সাথে আমার কথোপকথন।
সবাই অনেক মজা পায় আমার আর আম্মুর কথাবার্তা শুনে। সত্তিকার অর্থেই ব্যাপারটা এমন।আমার সাথে আমার মা'র সম্পর্কটা খুব মজার।সবসময় আম্মুকে কোনো না কোনো ভাবে বিরক্ত করতেই হয় আমার।তারপরো আমি তার চোখের মনি।হবেই না বা কেন? আমি যে তার একমাত্র ছেলে। ঠিক এই ব্যাপারটা যে দিন বুঝতে পেরেছিলাম সেদিন থেকে চোখ বন্ধ করে পণ করেছিলাম নিজের বিবেক-বুদ্ধি থাকা অবস্থায় কোনো কিছু তে আম্মু কে কস্ট দিবো না।যা দেয়ার ঐ ছোট বেলায় না বুঝ অবস্থায় দিয়ে দিয়েছি এবং তার জন্য আল্লাহ আমাকে মাফ করুক। মা দিবস উপলক্ষে মা কে নিয়ে অনেকেই অনেক কিছু লিখছেন আমিও লিখলাম।
কারো ভাষ্য মতে মা কে নিয়ে আলাদা দিবস এর কি দরকার? মা তো প্রতিক্ষণে ভালবাসার জন্য,তাইনা?
কারো মতে ফেসবুকে যতোটা মা কে নিয়ে লাফাও তা বাস্তবে কতো টা করো? একটু তাকে যেয়ে বলো "মা ভালবাসি তোমাকে অনেক বেশী"
আমি বলি "একটা দিন মা'র জন্য হতেই পারে না, অবশ্যই প্রতিটা দিন ক্ষন মায়ের জন্য ভালবাসা থাকে হৃদয়ে তবে কি একটা দিন একটু বিশেষ ভাবে তাকে দেয়া তে ক্ষতি টা কোথায়?"  
বিশেষ কিছু না, আমি প্রতি মা দিবসে আম্মুকে যায়া জরিয়ে ধরি এবং বলি আম্মু "I love you"
আম্মু আমাকে কপালে চুমু দিয়ে দেয়। বলুন এ ক্ষন কি সবসময় পাওয়া সম্ভব ?

আমরা সবাই আমাদের মাদের কে প্রতিটা ক্ষন ভালবাসবো এবং বাসি তবে তাদের জন্য বিশেষ দিন এবং ক্ষন গুলো খুব কম, চলুন এই বিশেষ দিন এবং ক্ষন গুলোতে অন্তত তাদের কে জানিয়ে দেই পৃথিবী টা একদিকে আর তাঁরা একদিকে। একটু বেশী Special feel করাই তাদের?

আমিঃ (জড়ায়া ধরে) আম্মু, I love you :D
আম্মু: আজকে কি mother's day?
আমিঃ আম্মু, এমনে বলো কেন? আমি কি এমনে তোমাকে ভালবাসি না ?
আম্মুঃ না, তা তো বাসই। তুমি তো আমার সোনার ছেলে,এক টুকরা মানিক।
আমিঃ থাক, লজ্জা লাগে, আর বইলো না :p
আম্মুঃ রাত জাইগো না, সকালে ক্লাস আছে।
আমিঃ আইচ্ছা :v :3
আম্মুঃ তবে এবার Cox's Bazar থেকে যে গিফট গুলা আনছো সেগুলা আমার পছন্দ হইছে অনেক।
আমিঃ ইয়ে না মানে ঠিক আছে ওগুলা সব তোমার।
আম্মুঃ তোর তো কেও নাই, তাহলে আর কারে দিবি? আমারি তো ?
আমিঃ হ, (Sigh),সব তোমার।
আম্মুঃ আমাকে আবার জড়ায়া ধরে কপালে চুমু দিয়ে 'মজা করলাম,ওগুলা পড়ার বয়স আছে নাকি বোকা?'
আমিঃ (থব্দ খায়া তাকিয়ে থাকলাম)
আম্মুঃ আমি চাই আমার বোকা ছেলেটার জন্য একটা মা আসুক, তারপরেই আমার শান্তি ।
আমিঃ হ রাইত হইছে,তুমি যাও। ঘুম পাইছে আমার :3 -_-

এইতো মা দিবস, খুব কি বিশেষ কিছু করলাম? তারপরো অনেক বিশেষ এই ক্ষন এবং মুহূর্ত গুলো বিশ্বাস করুন। :)
পৃথিবীর সকল মা'দের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা ।  <3 সব মা গুলো ভালো থাকুক, ভালবাসায় থাকুক এই কামনাটাই এখন মুখ্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন