বড্ড উথাল-পাতাল করতেছে মন ডা, কেন জানি অন্তর চক্ষু দিয়া আর কিছুই দেখিতে পারিতেছি না। বলো তো এমন হইলে কেমনে হবে? মন টারে যে আটকায়ে রাখতে হবে। ভাল্লাগেনা ব্যাধি তে পাইয়া বইলে সায়জি আমি তো ধ্বংস হইয়ে যাবো ।
-কি চাচ্ছে তোর মন?
মন চাচ্ছি হারায়া যেতে, বহু দূরে । ঐ যে সমুদ্র ? সমুদ্রের দেশে যাইবাম চাই গো সায়জি , পাহাড়ের সাথে আত্মার হাহাকারের হলের ফলক করবাম মন চাচ্ছি । সমুদ্দর যবে স্রত নিয়া আইবে তার সাথে ভেসে যাইতে মন চাচ্ছি আর যখন ঐ দেশে মেঘডি বৃষ্টি নামাবে আমিও কানবাম গো সায়জি। অনেক কানবাম, চিল্লায়া কানবাম। এমনি লুকায়া লুকায়া কাঁদতি পারবোনা সেখানে । চিল্লা-পাল্লা করি কাঁদবো । যেরাম করি পাথরের উপর স্রত আঁচড়ি পড়িলে পাথরো ভিজে যায়,আমিও ভিজে যাইবো। আর ঐ যে সূর্য , সে যখন অস্ত যাবি, সেখানে নাকি রূপকথা নেমে আসি। কতোদিন ধরি রূপকথা শুনি না কও দেহি ? ভাঙ্গা নায়ের ভাঙ্গা তরী লয়া আমি যাবগো সেখানে সাইজি, আমারে আর বাঁধা দিয়ো না । আমি বড় ক্লান্ত গো, ভাল্লাগেনা ব্যাধি ধরি আমি আর মিছা মানুষগো দুর্বিনীত চেহারার মাঝে থাকতে পাচ্ছি না । আমায় মুক্তি দাও.... অন্তর চক্ষু দিয়ে আমি ভালবাসতে চাই, কল্পনা কত্তে চাই, বিশ্বাস কত্তে চাই, সৃষ্টি কত্তে চাই, স্বপ্ন দেখতে চাই ।
-কি চাচ্ছে তোর মন?
মন চাচ্ছি হারায়া যেতে, বহু দূরে । ঐ যে সমুদ্র ? সমুদ্রের দেশে যাইবাম চাই গো সায়জি , পাহাড়ের সাথে আত্মার হাহাকারের হলের ফলক করবাম মন চাচ্ছি । সমুদ্দর যবে স্রত নিয়া আইবে তার সাথে ভেসে যাইতে মন চাচ্ছি আর যখন ঐ দেশে মেঘডি বৃষ্টি নামাবে আমিও কানবাম গো সায়জি। অনেক কানবাম, চিল্লায়া কানবাম। এমনি লুকায়া লুকায়া কাঁদতি পারবোনা সেখানে । চিল্লা-পাল্লা করি কাঁদবো । যেরাম করি পাথরের উপর স্রত আঁচড়ি পড়িলে পাথরো ভিজে যায়,আমিও ভিজে যাইবো। আর ঐ যে সূর্য , সে যখন অস্ত যাবি, সেখানে নাকি রূপকথা নেমে আসি। কতোদিন ধরি রূপকথা শুনি না কও দেহি ? ভাঙ্গা নায়ের ভাঙ্গা তরী লয়া আমি যাবগো সেখানে সাইজি, আমারে আর বাঁধা দিয়ো না । আমি বড় ক্লান্ত গো, ভাল্লাগেনা ব্যাধি ধরি আমি আর মিছা মানুষগো দুর্বিনীত চেহারার মাঝে থাকতে পাচ্ছি না । আমায় মুক্তি দাও.... অন্তর চক্ষু দিয়ে আমি ভালবাসতে চাই, কল্পনা কত্তে চাই, বিশ্বাস কত্তে চাই, সৃষ্টি কত্তে চাই, স্বপ্ন দেখতে চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন