শনিবার, ২ আগস্ট, ২০১৪

কাল্পনিক কথপোকথন !

-আচ্ছা, আমি যদি কখনো মরে যাই তাহলে...
-একি ? এসব কি কথা ? তোমাকে না এসব বলতে বারণ করেছি ?
-না কথা টা শেষ করতে দাও প্লিজ ? আর কখনো বলবো না...
-আচ্ছা বলো, কিন্তু ঐ শব্দ টা বাদে বলো ।
-আমি যদি কখনো হারিয়ে যাই মানে ইচ্ছে করে না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি তুমি আরেকটি বিয়ে করবে ?
-এ ধরনের প্রশ্ন কেনো করছো ?
-আহ, উত্তর দাও না, প্লিজ...
-না, সে সম্ভাবনা নেই বললেই চলে তবে নির্ভর করে ।
-মানে ?
-মানে তুমি আমাকে ছেড়ে কোন সময় চলে যাবে তার উপর নির্ভর করছে।
-যেমন ?
-যদি বুড়ো বয়সে ছেড়ে চলে যাও তাহলে তো আর উপায় নেই, নাতিনাতনিদের সাথে বাকী সময় গুলো কাটিয়ে দিতে হবে । আর যদি মোটামুটি জোয়ান বয়সেই আমাকে একা করে দিয়ে যাও তাহলে চিন্তার বিষয় তোমার মতো আরেক পিস পাবো কোথায় ? কারন তুমি তো তুমিই, তাইনা ?
-আমি কিন্তু উত্তর টা পেলাম না ?
আচ্ছা, আমি আমার সারা টা জীবন কেনো অপেক্ষা করেছি ? তোমার জন্য ? কেনো স্বপ্নপরী, স্বপ্নপরী, স্বপ্নপরী করে চিল্লাইছি ? তোমার জন্য,তাইনা ? এখন স্বপ্নপরী তো একটাই, সে হারিয়ে গেলে কি আরেকটা পাওয়া সম্ভব ? আমার যে একটাই অনেক । একটা দিয়েই চলে যাবে এই এক জীবন ।
-না দেখো, মনে করো আমাদের একটা বাচ্চা হলো তারপর...
-তো ? তোমরা Single Mom হতে পারলে কি আমরা Single Dad হতে পারবো না ?
-একটা অনুরোধ রাখবে ?
-এখন বলবে তুমি হারিয়ে গেলে যেনো আমি আরেকটা বিয়ে করি ?
-না, অনুরোধ করবো আমাদের বাচ্চাটাকে আমি না থাকলে মায়ের অভাব বুঝতে দিয়ো না আর নিজেকে আর কারো ভালবাসা থেকে বঞ্চিত করো না !
-আর আমি যদি বলি বাচ্চা না হলেও আমি যদি কখনো চলে যাই তুমি আমাকে ভুলে যেয়ো ?
-সে কি সম্ভব ?
-না সম্ভব না, তাহলে অন্য কেও যদি সুযোগ চায় তাকে সে সুযোগ দিও... তোমাকে আমার মতই ভালবাসার ?
-সেও সম্ভব না... আমাকে তোমার মতো কেও ভালবাসতে পারবেই না ।
-আমার থেকে বেশীও তো কেও বাসতে পারে কখনো তাইনা ?
-না পারবেনা ।

আচ্ছা বাদ দাও এসব কথা তবে কি বলে রাখি আমি চলে গেলে তুমি পুরো মুক্ত । কখনো এ কথা ভেবো না যে আমার চলে যাওয়ার পরেও তোমাকে আমার ভালবাসা বা কোনো প্রতিশ্রুতি বদ্ধ থাকার কোনো দরকার নেই। আমি চাইবো তুমি তোমার জীবন নিয়ে আরো সুখী হবে, জীবনটাকে গতিময় করেই চলবে তাতেই বরং আমার ভালবাসা টিকে থাকবে। তোমার থেমে যাওয়াতে না ।

-আমিও যে সে কথা গুলোই বলতে চেয়েছিলাম কিন্তু দেখো কথা গুলো তুমিই উল্টা আমাকে বলে দিলে !

হাত টা ধরো তো... এখন তো আছি তাইনা ? তো ? এখন আর এসব বাজে চিন্তা করো না ।

:::কিছুদিন পর জানা গেলো ছেলেটি এক সরক দুর্ঘটনায় মারা গিয়েছে এবং যে প্রতিশ্রুতি মেয়েটি ছেলেটি কে দিতে চেয়েছিলো সে প্রতিশ্রুতি উল্টে দেয়া ছেলেটি আজ মেয়েটিকে মুক্ত করে চলে গিয়েছে এবং না তাদের বাচ্চাও হয়নি :::

কাল্পনিক কিছু কথপোকথন !
-অবয়ব সিদ্দিকী