শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

কাল্পনিক কথোপকথন! (স্বপ্নপরী)

-জানো, আজ খুব সুন্দর একটি চাঁদ উঠেছে মাথার উপরে। একদম তোমার কোলে মাথা রেখে ঘুমানোর জন্য একটি পারফেক্ট রাত।
-ওমা! তাহলে রাত জেগে চাঁদ দেখবে কে?
-কেন তুমি দেখবে, তুমি চাঁদ দেখবে আর গাইবে।
-কি গাইবো?
-ঐ যে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেল বনে।
-আচ্ছা আর কোনো গান নেই?
-হুম, আছে তো। নিশি রাত বাঁকা চাঁদ আঁকাশে টাও গাইতে পারো!
-কিন্তু আজ তো আকাশে বাঁকা চাঁদ না।
-তাতে কি? আমার নিশিত রাতের বাদল ধারাও গাইতে পারো।
-কি যে বলো না, এমন রাতে ঐ গান?
-তোমার সুরে সবই শুনতে ইচ্ছে করে, ভালো লাগে শুনতে।
-হইছে, আর ফোলাতে হবে না আমাকে, এমনেই অনেক ফোলা হয়ে গিয়েছি।
-আচ্ছা, এখন লক্ষিটার মতো আমাকে মাথায় হাত বুলিয়ে দিবে আর গান গেয়ে শোনাবে, আমি ঘুমিয়ে পড়বো।
-তারপর? আমি একা হয়ে যাবো না?
-আমি তোমার কোলে ঘুমিয়ে পড়লে তুমি একা হয়ে যাবে, সত্যি?
-না, তা হবো না। তুমি ঘুমালে তোমাকে একদম বাচ্চাদের মতো লাগে জানো?
-আমি ঘুমালে তুমি কি করো?
-তোমার দিকে তাকিয়ে থাকি?
-সারাক্ষণ!?
-হ্যাঁ, সারাক্ষণ তাকিয়ে থাকি, কি করবো বলো? এতো মায়া তোমার চেহারা তে।
-পাগলি একটা।
-কিন্তু আজ কেন জানি ঘুমুতে দিতে ইচ্ছে হচ্ছে না, আমার কোলে শুয়ে থাকো, আমার মাথার খোলা চুল নিয়ে তোমার হাতের স্পর্শ পেতে ইচ্ছে করছে, মন ভরে গল্প করতে ইচ্ছে করছে, অন্য সব কিছু কিন্তু প্লীজ ঘুম না।
-হুম, আচ্ছা আজ ঘুম ক্যানসেল!
-সত্যি?
-হ্যাঁ, আজ সারারাত আমি তোমার পাশে বসে, কোলে শুয়ে চাঁদ দেখবো আর গল্প করবো।
-তুমি অনেক টায়ার্ড না? থাক, বাদ দাও, তুমি বরং আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়।
-নাহ, যার এমন একটা পরী আছে সে কি টায়ার্ড হতে পারে? মানায় সে?তবে শর্ত আছে!
-কি শর্ত?
-আমাকে চা বানিয়ে খাওয়াতে হবে, আর গান শোনাতে হবে।
-দুইটার একটাও আমি ভালো পারি না কিন্তু তুমি পারো।
-আমি কি পারি?
-ভালো গান এবং চা দুটিই পারো।
-তাহলে তুমি কি পারো?
-আমি সত্যি কিছু পারি না।
-হাহ, আমার বউ হয়ে এমন অকর্মা? আচ্ছা চা টাও আমি বানাবো, গান না হয় দু'জন একসাথেই গাইবো। রাজি?
-খুব রাজি, আচ্ছা একটা কথা বলি?
-বলো
-তুমি এতো ভালো কেন? এতো ভালো টা যে ভালো না, জানো না?
-জানি, সে জন্যই তোমার দেখা পাচ্ছি না।
-চেস্টা করছো?
-চেস্টা করে কি তা হয় বলো?
-হয় তো, কতোদিন হয় চোখ মেলে আমায় ডাকো না তুমি জানো?
-স্বপ্নপরী
-হুম,
-জানো আজ আকাশে সত্যি অনেক সুন্দর একটি চাঁদ উঠেছে, খুব একা লাগছে আমার। তোমার খোলা চুলে, চোখের কাজলে, কানের দুলে, হাতের চুড়িতে, কপালের ভাজে, ঠোঁটের টোলে,আর তোমার কোলে আমার খুব হারাতে ইচ্ছে হচ্ছে।
" জীবনেরও পথে পথে চলিতে
যতো আশা নিয়ে ছিলো কুড়ায়ে
ব্রজমতিরহার যেনো ভুলিতে
ভিখারীনি পেলো আজ .....ফিরায়ে
এ জীবনে যতটুকো চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি...
নিশিরাত, বাঁকা চাদ আকাশে
চুপি চুপি বাশি বাজে বাতাসে...বাতাসে
নিশি রাত, বাঁকা চাদ আকাশে। "
ছেলেটির নিকোটিন শেষ, ঘুমোতে যাবার সময় হয়ে গেলো, ঘুম না থাকলেও ঘুমোতে হবে কারন তাঁর শরীর জুড়ে ক্লান্তি আর চোখে এক রাশ ঘোলাটে গ্লানি।