সোমবার, ২৯ জুন, ২০১৫

মেঘকন্যা

মেঘ ঘুর ঘুর ডাকছে
বৃষ্টি কোথায় সাজছে?
মেঘলা মেয়ে,মেঘলা বরণ
কেশে তাহার মন হরণ
বৃষ্টি কাহন জবা কানন
বৃষ্টি আজ আসবে
তাই তো বাতাস বইছে
কল্প যে সে আঁকছে
না বলা কেচ্ছা দেখো কতো বলছে
বৃষ্টি বরণ? জবা কানন?
মেঘ বিলাসী? মন উদাসী?
বৃষ্টি কন্যা?
না না, মেঘপরী
ঐ যে দেখো বৃষ্টি নামছে!
উদাসী চোখে ঘোলাটে মনে
নয়ন তারায় বৃষ্টি কন্যা কি যেনো ভাবছে
হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি দেখো আসছে
বৃষ্টি বেলায় কন্যা আনমনা
তবু সে তো বৃষ্টি পানে চাইছে ।
বৃষ্টি দেখো আসছে,
মেঘপরীর দেশে,সে নয়নে মেঘলা বেশে
সে যে নামবে ।
মেঘলা কন্যা, মেঘলা বেশে
বৃষ্টি বিলাশে আজ সাজবে
তাহারে আজি সে যে বাঁধবে ।

মেঘকন্যা
-অবয়ব সিদ্দিকী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন