রবিবার, ১২ আগস্ট, ২০১২

ভালবাসি তোমাকে


ভালবাসা আকাশ সমান বিশাল,সাগর সমান গভীর
ভালবাসায় আছে দুঃখ,আছে কান্না
তবুও ভালবাসাতেই সবচেয়ে বেশি সুখ
তাইত আমরা ভালবাসি প্রতিদিন
কেউ ভালবাসে মনে মনে,কেউ লুকিয়ে
কেউ আবার ঢাক ঢোল পিটিয়ে দুনিয়াকে জানিয়ে
ভালবাসায় কেউ হাসে,কেউ কাঁদে
কেউ বাধে গান,আব্র কেউ লিখে গল্প
আজ আমরা ভালবাসার এক গল্প শুনব
এ গল্প মায়াবতী আর তার সটুপিড এর গল্প ...............


স্টুপিডঃ- hellow . . . i just love ur profile picture. প্রথম ঝলক আ ভেবেছিলাম কোন উপন্যাস এর নায়িকা। কিন্তু তোমাকে friend req পাঠাতে পারছিনা। add me plzzzzzzz .....

মায়াবতীঃ- huhh, আমার profile pic টা আমার boyfrnd এর তোলা। so, বুঝতেই পারছো, উপন্যাসের নায়িকার একজন নায়ক already আছে। অচেনা কাউকে আমি add করিনা। তোমার flirty inbox message আ আমি খুবই বিরক্ত হলাম। so,Sohana Rahman has rejected your frnd req. Got it?

স্টুপিডঃ- ধূরররর। আমি কি উপন্যাসের নায়ক হতে চেয়েছি নাকি? নায়িকার বন্ধু হতে চেয়েছি। তা নাহলে ভিলেন ই হলাম। তোমার mail id তে একটা mail করেছি। check it plz. আর একটা কথা i didnt flirt with u miss.beautiful . i just like da profile pic .dats it!

মায়াবতীঃ- mr.Omiyo Kayser dont cross ur limit. আমার mail id টাও নিয়ে নিয়েছো? আমার info settings এওতো privacy দিতে হবে মনে হচ্ছে। যত্তসব :@

স্টুপিডঃ- dear Sohana Rahman, dis is da first mail i hav send u. তোমাকে যেদিন inbox এ message পাঠালাম তারও বেশকিছুদিন আগে আমি তোমার pro pic তা দেখেছি। এত সুন্দর ছবি দেখে আমি পুরো টাশকি খেয়ে গেছি।
বাতাসের দোলায় কি অদ্ভুত ভাবে capture করেছে তোমার phtographer ....... believe করবে কিনা জানিনা, তোমার pro pic দেখে আই শীতের রাতে তোমাকে নিয়ে একটা গান লিখে ফেললাম। গান টা লেখার পরই আমি তোমাকে add করতে try করি। check ur attachment n let me know wht do u think. :)


মায়াবতীঃ- এসব কী?? তুমি কিন্তু আম্র privacy নষ্ট করে দিচ্ছ! u know wht, dis is too much. শোন মন দিয়ে শোন, তোমার ফালতু emotion এর কোন মুল্য আমার কাছে নেই। হাহা ... আমার pro pic দেখে তুমি গান লিখে ফেললে? এরকম আর অত মেয়ের pro pic দেখে তুমি গান লিখেছ? dont mail me anymore. আর যদি mail করেও থাকো, আমি না পড়েই delete করে দেব ok?

স্টুপিডঃ- হাহাহাহা ..... তুমি আমার mail পড়েছ। না পড়েই delete করে দিবে বলেছিলে যে ... আমি জানতাম তুমি আম্র mail পড়বে। fb id কি deactivate করা নাকি আমাকে block করেছ? যাইহোক, আসলে তোমাকে নিয়ে অদ্ভুত ভালোলাগার একটা জগত তৈরি হয়েছে আমার, যার রাজকন্যা আমার মায়াবতী। আমার এ জগতে তুমি এ আছ ভালোলাগা হয়ে। তোমাকে নিয়ে ভাবতে,তোমাকে নিয়ে গান লিখতে আমার অনেক ভাল লাগে। আমি এ মায়া দূরে সরিয়ে রাখতে পারব না। তোমার মায়া আমাকে কাছে টানে।


স্টুপিডঃ- মায়াবতী এখনও রেগে আছ? তোমার জন্য একটা joss খবর আছে। আমি কয়েকদিন মায়ার রাজ্য থেকে ছুটি নিচ্ছি। তোমাকে কয়দিন mail করা হবে না। আমার university তে exam,final exam.Ususal আমি syllabus ই জানিনা। এই exm পাশ করলেই আমি graduate. আমি যে ই কষ্টে পড়াশোনা করি। আরে পড়াশোনা কি মানুষ করে নাকি ! yakkk :@ আমার clss এ পড়তে ভালোলাগেনা। lectures গুলো এতও boring। clss এতো bung করেছি যে এখন আমার যাতা অবস্থা। আমি এক frnd এর বাসায় গিয়ে ২ সপ্তাহ থাকব। একসাথে পড়ব। কিন্তু পড়া যে হবে না dats for sure :p

মায়াবতীঃ- listen Omio, প্রথমে তোমাকে ভেবেছিলাম তুমি একটা নির্লজ্জ। নিষেধ করার পর ও mail, attachment এসব চলছে। এখন মনে হচ্ছে u r nathing but a stupid. শোন পড়াশোনা পৃথিবীর কারোরই ভালো লাগেনা। তবুও মানুষ লেখাপড়া করে। time is money. dont waste ur time. আমার পেছনে, মায়া রাজ্যের পেছনে সময় নষ্ট করোনা। thank God dt u r taking leave from da stupid মায়া রাজ্য।

স্টুপিডঃ- yeeeeeeee . . . :D আমার sweet মায়াবতী reply করেছে করেছে। এবার তাহলে মনে হয় exm টা ভালোই হবে। কিন্তু তুমি সব সময় এত রাগী রাগী থাক কেন? profile pic এর মত হাসি হাসি থাকতে পারনা? আমার মা ও তোমার মত রাগী রাগী। বাবা আবার খুব মুক্ত মনের মানুষ। আমাকে মুক্ত পাখির মত ছেড়ে দিয়েছে। i really dont care about da grade, but u know এই xm এ পাশ না করলে বাসা থেকে সোজা get out :( কিন্তু xm শেষ হলেতো university থেকে get out :( . . . বন্ধু,আড্ডা এসব ছাড়া আমি আবার থাকতে পারিনা। এই কয় বছর পড়ালেখা আমাকে যতটা pain দিয়েছে,আমার university life ততটাই মজার ছিল। এবার নাহয় fail ই অরি কি বল . . . . আরও কয়েকদিন আনন্দ করা যাবে। :D :D :D

মায়াবতীঃ- fail?!! তুমি কি crazy?? কেউ university life শেষ হয়ে যাবে দেখে fail করতে চায়,তা কিন্তু আমার জানা ছিলনা। আমিতো সবসময় ভাবি কবে আমার university শেষ হবে। . . .আরও ২টা semester :( :( শোন ঠিকমত লেখাপড়া কর আর exm দাও। আমাকে আর mail করোনা। একটু পড়ায় মন দাও। all da best stupid, take care . . . . :)

স্টুপিডঃ- Thnxs for wishing me luck মায়াবতী। আমার এই বন্ধুর একটা শখের গীটার আছে। এ গীটার এখন আমার দখলে। একটা করে chapter শেষ হয় আর আমি একটা গান করি। জানো গতকাল ৭/৮জন ফ্রেন্ডস মিলে একসাথে পড়তে বসেছি। ২টা chapter শেষ করে আমরা যে কি খুশি :D :D আমার এক ফ্রেন্ড এর cousin এর birthday ছিল। দল বেধে গেলাম সেখানে। সারারাত party করলাম। এই হইচই মানুষের ভীড়ে মাঝে কেন যেন তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। মনে হল তুমি যদি পাশে থাকতে। আচ্ছা সত্যি করে বলতো, fb id কি deactivate করা নাকি আমাকে block করেছ? :(

মায়াবতীঃ- ইশশশশ .....অমিয়, ২টা chapter শেষ করার আনন্দে তোমরা
late night party তে যাও। হাহ! আমি জীবনেও এমন দেখিনি। আমার fb id deactivate করা। তোমাকে block করিনি। সেজানের সাথে রাগ করে id deactivate
করেছি। কিন্তু আমি তোমাকে add করতে পারবনা। ও রাগ করবে। সেজান UK তে পড়ে। এ মাসেই ওর graduation complete হবে। আমি কোন ছেলেকে fb তে add করলে ও রেগে যায়। ও তোমার আর তোমার মত বাবার মত
এত open না। কিন্তু UK তে যে ওর lifestyle তা কিন্তু যথেষ্ট open। আমি atleast মেনে নিতে পারিনা। ওকে এসব ব্যাপারে মানা করতে গেলেই আমি নিচু মনের, খ্যেত, back dated মেয়ে হয়ে যাই। আর ভালো লাগেনা। এক কথা কতবার বলা যায় বল। ওর সাথে facebook এ আমার সবচেয়ে বেশি যোগাযোগ হয়। তাই রাগ করে deactivate করেছি। আবার বুঝুক। আচ্ছা, তোমাকে একটা কথা জিগাস করি, তুমি আমাকে এত মায়া কর কেন? শুধু একটা profile pic থেকে আমি তোমার মায়াবতী হয়ে গেলাম। আর তোমাকে না বললাম, exam এর আগে আমাকে mail না করতে, কথা না শোনা কি তোমাদের সব ছেলেদের সভাব নাকি? exm এর আগে no mail। dis is my order. ঠিক করে পড় . . . take care stupid :)

মায়াবতীঃ- 2weeks চলে গেল। তোমার exm তো শেষ হয়ে যাওয়ার কথা। প্রতিদিন mail check করছি। still no mail। আজ সারাদিন কেমন যেন একা একা লাগছে। কিচ্ছু ভালো লাগছে না। shopping করলে অবশ্য আমার মনটা কিছুটা ভালো হয়। তাই কিছু shopping করলাম। u know wht, আমি তোমার জন্য guitar এর pick কিনেছি। ৭ রঙের ৭টা pick। একসাথে দেখতে অনেক joss লাগছে।

মায়াবতীঃ- Mr.Omio Kayser কি ব্যাপার? তোমার mail কোথায়? ধূর। এভাবে কেউ উধাও হয়ে যায় নাকি? মনটা একদম ভালো নেই। কাল বিকেলে সেজান call করেছিল। Sejan is coming to bangladesh next week। ওর বাবা আর আমার বাবা খুব ভালো ফ্রেন্ড। ওনাদের ইচ্ছাতেই আমাদের সম্পর্ক টা শুরু। but i cant trust him। বাবা কে যে কিভাবে বলি. . . .আমার যেন কি হয়েছে জানো . . . cls,university,lecture,Sejan সব কিছু কেমন ঝাপসা হয়ে আসে। আর কেন যেন বারবার তোমাকে মনে পরে। তোমার পাঠানো গানগুলো শুনে আমার দিন কাটে। আচ্ছা,তুমি কি মায়ার রাজ্য থেকে পু্রোপুরি ছুটি নিয়ে নিলে? তোমার মায়াবতীকে মনে পড়েনা?

স্টুপিডঃ- এইতো আমি মায়াবতী। মায়ার রাজ্জ্য থেকে কি পুরোপুরি ছুটি নেয়া যায়? বাসায় এসেই তোমার mail check করেছি। সবগুলো mail এক নিঃশ্বাসে পড়েছি। আমিও এই 3weeks তোমাকে পাগলের মত miss করেছি, তোমার stupid বলে ঝাড়ি দেওয়া রাগি রাগি কথা সবকিছু। কিন্তু এসেতো একটা মন খারাপ করা মায়াবতী কে দেখলাম। আমি তোমাকে খারাপ থাকতে দেব না। মাই তোমাকে হারাতে চাইনা। তুমি আমার ফোন নাম্বারটা রাখ। আমাকে call দিও। তুমি দেখবে আমি তোমাকে নিয়ে লিখব মায়ার রাজ্জ্যের নতুন রূপকথা। তোমার call এর অপেক্ষায় রইলাম।

স্টুপিডঃ- কোথায় আমার মায়াবতী? রাগ করেছ আমি এতোদিন reply দেইনি বলে? বিশ্বাস কর আমি exm শেষে বাসায়ও আসিনি। exm hall থেকে বেরিয়েই চলে গেলাম সিলেট। ছোট্ট শহর অথচ কি সুন্দর। দল বেধে আমরা চা বাগানে ঘুরলাম। সিলেট থেকে সুনামগঞ্জ। ওখানে নদীর ধারে গাছের ছায়ায় কয়েকটা নৌকায় শুয়ে কাটালাম সারা দুপুর। কি অদ্ভুত নির্জনতা। কত যা সুন্দর। তোমাকে নিয়ে যে গানগুলো লিখেছিলাম সবগুলো একে একে গেলাম। তোমাকে নিয়ে একদিন আসব এই নদীর পাশে। তোমার হাত ধরে পার করব অলস দুপুর। সুনামগঞ্জ থেকে গেলাম বান্দরবন। অখান থেকে চাঁদের গারি করে গেলাম বগা লেক এ।তুমি বিশ্বাস করবেনা কতযে সুন্দর। শেষ! তারপর আসলাম ঢাকায়। এজন্যই তমার mail check করা হয়নি। রাগ করনা plz। তুমিতো জানোই আমি কত স্টুপিড! আমি প্রতি মূহুর্ত তোমার call এর জন্য wait করছি . . . .

. . .তিন দিন হয়ে গেল no mail, no phn call । কেন এভাবে কষ্ট দিচ্ছ? তোমাকে ছাড়া আমি যে আমাকে হারিয়ে ফেলচ্ছি। আমার গানের প্রতিটি সুরে প্রতিটি কথায় তুমি মিশে আছ। আমি তোমাকে ছারা একদম এ অসহায়। মায়াবতী আমি হেরে যাচ্ছি। plz আমাকে একটা reply দাও।plz। আমি কখনো ভাবিনি জীবনে এমন সময় আসবে, আমি তোমার উপর এতটা depended হয়ে যাব। গতকাল রাতে বাবা আমার এই এলোমেলো অবস্থা দেখে আমার সাথে অনেক্ষন গল্প করল। আমি বাবাকে তোমার কথা বলেছি। তোমাকে নিয়ে লেখা সব গান একে একে শুনিয়েছি। বাবা বললেন,যাকে নিয়ে আমার এতো এতো আবেগ তাকে যেন দূরে সরিয়ে না দেই। তুমি কোথায় মায়া? কেন এমন করছ? তোমার call এর অপেক্ষায় আমার একটা একটা করে মূহুর্ত কাটছে।

মায়াবতীঃ- dear Omio, আজ অনেকদিন পর তোমার mail check করতে বসলাম। কিন্তু এখন মনে হচ্ছে mail টা না check করাই ভালো ছিল। আমি আসলে তোমার mail না পেয়ে পাগলের মত হয়ে গিয়েছিলাম। তুমি দূরে চলে গিয়েছিলে বলেই হয়তো আমার এতো কাছে চলে এসেছিলে। কিন্তু পরে মনে হল আমি তোমাকে কতটুকুই বা চিনি। তোমার mail গুলো পড়ে এখন কেন যেন চেনা চেনা লাগছে। কিন্তু অনেকদেরি হয়ে গেছে অমিয়। আমাকে নিয়ে স্বপ্ন দেখনা। কখনোই সম্ভব না। আমি তোমাকে call করতে পারবোনা। Sejan এখন দেশে। আমাকে এতো এতো shopping করে দিচ্ছে প্রতিদিন। এখন আমার কেন যেন shopping করেও মন ভালো লাগছেনা। আগামী 31st july মানে শ্রাবণের ১২ তারিখ Sejan আমাকে বিয়ে করতে চায়। বৃষ্টি আমার অনেক পছন্দ। তাই ওরা শ্রাবণ মাসকেই select করেছে। ওর বাবা,মা,ভাই,বোন আমাকে নিয়ে কতো আয়োজনই না করছে. . . এই family bonding আমি avoid করতে পারবোনা। সে শক্তি আমার নেই। আমাকে ক্ষমা কর। . . . . . .আমি একটা গান লিখেছি। গানের lyrics টা তোমাকে mail করলাম। আমার পক্ষে এও সম্ভব!!

স্টুপিডঃ- মায়াবতী তোমার পাঠানো lyrics টা পড়লাম। চরমম....অসাধারণ হয়েছে। তুমিতো সত্যি মায়ার রাজ্যের মায়াবতী হয়ে গেছ!!তুমি যে মায়াবতীর ভীড়ে Sohana কে হারিয়ে ফেলেছ তাকি তুমি বুঝতে পার! এতোদিন পরে তোমার mail পেয়ে যে কি ভালোলাগছে :) মায়া, plz আমাকে এতো কষ্ট দিয়োনা। একটা সুযোগ দাও। হতে পারে আমিই তোমার জন্য যোগ্য। এতো কাছে এসে দূরে সরে যেওনা plz. একবার আমাকে নিজেকে প্রমান করতে দাও। একটা বার কথা বলে দেখ.

মায়াবতীঃ- আজ ৩০শে জুলাই। আর ১দিন পর আমার বিয়ে। ভেবেছিলাম তোমাকে আর mail করবনা। কিন্তু শেষ কিছু কথা তোমাকে না বলেলই নাহ। আমি চাই না মায়াবতী হারিয়ে যাক। তোমার কল্পনায় মায়াবতী বেচেঁ থাকবে। তোমার মায়ার রাজ্যে মায়াবতী ঘুরে বেরাবে। রাতের আকাশে, শীতের বাতাসে মায়াবতীর এলোচুলে তুমি মিশে থাকবে। i pray to Almighty যাতে তুমি সত্যিকারের মায়াবতীকে খুঁজে পাও। আমি আসলে মায়াবতী হওয়ার যোগ্যই না! যদি যোগ্য হতাম তাহলে সব ছেড়ে তোমার কাছে ছুটে আসতাম। আজ থেকে তোমার মায়ার রাজ্য নতুন এক মায়াবতীর অপেক্ষায় থাকবে। তাকে খুঁজে নাও। take care. . . . Stupid :(

স্টুপিডঃ- this is da last mail from me to my Mayaboti . . . . আমারও শেষ কিছু কথা আছে। সকাল থেকে ঝুম বৃষ্টি। তোমার favrouite। তবু কেমন যেন আনমনা হয়ে আছি আমি আর আমার মায়ার রাজ্য। আমার এ মায়ার রাজ্যে নতুন কোন মায়াবতী আসবেনা। তুমিই আমার মায়াবতী। তোমাকে বাস্তবে পেলাম নাতো কি, কল্পনায় তুমি শুধুই আমার মায়াবতী হয়ে থাকবে। জীবনের কঠিন বাস্তবতাও আমার মায়াবতীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি আমার মায়ার রাজ্য কে কখনোই হারতে দেবনা। আর একটা কথা না বললেই নয়, তুমি আমাকে যে lyrics টা পাঠিয়েছিলে, আমি তার সুর করেছি। গানটার নাম দিয়েছি “ভালোবাসি তোমাকে”। গানটা আগামীকাল ৩১শে জুলাই এই শ্রাবণে “Valobashi Tomake –by Shondhi” album এ released হবে। কাল বসুন্ধরা সিটি তে এই album এর grand opening এ গানটা আমি বাজাবো। এই গানটা আমার পক্ষ থেকে তোমাকে বর্ষার গিফট nd also da last gft to my Mayaboti। তুমি ভালো থেকো মায়া. . . . .সুখে থেকো। take care....................


৩১শে জুলাই. . .
বসুন্ধরা সিটি. . .
Album Releasing Ceremony

মায়াবতীঃ- excuze me, autograph plz ....
স্টুপিডঃ- MayaBoti !!!!!!
মায়াবতীঃ- এতো ভালো করে চেনো আমাকে ??!!
স্টুপিডঃ- হাত বাড়ালে যে? হাতেই autograph দেব নাকি :D ?
মায়াবতীঃ- হুম . . . . :D
স্টুপিডঃ- তা হাত মুঠো করে রেখেছো কেন ??
মায়াবতীঃ- বলতো আমার হাতের মুঠোয় কি আছে?
স্টুপিডঃ- সাত রঙের সাতটা pick :)
মায়াবতীঃ- নাও . . .
স্টুপিডঃ- এই বর্ষায় যতবার রংধনু উঠবে আমি এই pick দিয়ে গীটার বাজাবো।
মায়াবতীঃ- আমি আসি .......
স্টুপিডঃ- চলে যাবে?? . . . . . . . ও আজ না তোমার বিয়ে?
মায়াবতীঃ- আমি আসি অমিয় . . . . . . ভালো থেকো ||



story to be continued in Volume-2
Story Written by- Urmi Noor Binte Giash.
The Story is taken from a Music Story of a Cd named “Valobashi Tomake”-by Shandhi.
So, frnds yet who dont hav dis CD pls collect it now.
&
Breaking News is “Valobashi Tomake-2” is already released !! so grave ur copy !! :D