শুক্রবার, ২৯ মে, ২০১৫

ভাবুক ছেলেটি ও তার স্বপ্নপরী!

বাহিরে দমকা হাওয়া বইছে,ছেলেটি অনেক্ষন ধরে বারান্দায় কফির মগ টি রেলিং এর উপর রেখে আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।আকাশের বাকা চাঁদ যেনো কি বলছে তাকে, সে আজ খেয়াল করেছে আকাশের চাঁদ টির ঠিক পাশেই একটা ছোট্ট তারাও ভাসছে।মনে হচ্ছে তারাটির যেনো কতো কি বলার আছে কিন্তু সে অপেক্ষা করছে কিছু একটার,হয়তো চাঁদ যেদিন পূর্ণতা পাবে হয়ত সেদিন... বোকা ! চাঁদ যেদিন জ্যোৎস্না ছড়াবে সেদিন তো একে খুজেও পাওয়া যাবে না।
হঠাৎ পাশে এসে মেয়েটি দাঁড়ালো, এলো চুলে কন্ঠে 'নিশি রাত বাকা চাঁদ আকাশে' গুন গুন করতে করতে,হাতে আরেক কফির মগ নিয়ে ছেলেটির পাশে এসে দাঁড়ালো, বাতাসে এলো চুল গুলো তখনো উড়তে উড়তে আনমনা ছেলেটির মুখে এসে লাগছিলো ! ছেলেটির যে এলো-খোলা চুলই অনেক ভালো লাগে তাই সে চুপ করেই থাকলো ।
-সে কি? বিরক্ত করলাম বোধয়?
-কি যে বলো না, তোমার অপেক্ষাই করছিলাম ।
-তাই?দেখে তো তেমন মনে হচ্ছে না,আমি তো দেখছি মশাই গভির ভব সাগরে ডুবে আছেন?
-আরে না ধুর, এমনেই যতসব আজগুবি চিন্তা করছিলাম।
মেয়েটির এলো চুলগুলো তখনো ছেলেটির মুখে এসে লাগছিলো, ছেলেটির বেশ ভালোই লাগছিলো। মনে হচ্ছিলো এমন বাতাস সবসময় কেন থাকেনা আর সেই বা কেনো সব সময় চুল খোলা রাখে না?
-আচ্ছা, এতো ভাবুক কেন তুমি?
-ভাবতে ভালো লাগে তাই।
-এতো কি ভাবো?
-আমি যা ভাবি তার সবটুকুই তুমি বুঝো,জানো।
-সেখানে কি আমার জায়গা আছে বলো তো?
-তোমার কি মনে হয়?
-নাহ, সব সময় তো দেখি চাঁদ,তারা,পাহাড়,পর্বত,আকাশ-বাতাস এসব নিয়ে পড়ে থাকো। সেখানে আমার জায়গা আর কোথায় হয়?
-তাই?
-হ্যাঁ,তাইতো ।
-আচ্ছা তা এখন কি করতে হবে?
-ভালবাসতে হবে!
-কি?!! সেটা আবার কি ভাবে বাসে? মানে আলাদা ভাবে সেটা বাসা যায় নাকি?
-তুমি না আসলে কিচ্ছু বুঝো না। আর এমন আঁতকে ওঠারই বা কি আছে?
-না মানে তা তুমি এমন বাংলা মুভির ডায়ালগ মারলে আমার কি করার আছে বলতো ?
-কথাই বলবো না তোমার সাথে আমি আর ।
মেয়েটি হয়তো রাগ করে চলে যেতো কিন্তু তা আর হলো কোথায়? তার আগেই ছেলেটি মেয়েটির হাত ধরে এক ঝাঁপটায় পাশে এনে দাড় করিয়ে বললো,
-চাঁদ টি দেখছো?
-হুম,বাকা চাঁদ
-চাদের পাশে ঐ যে ছোট তারাটি?
-হুম দেখছি তো ।
-আচ্ছা আজ যদি আমি তোমায় না বলি যে ভালবাসি তুমি কি চলে যাবে?
-কেনো? চলে যাবো কেনো?
-ধরো, যদি ভাল না বাসি ?
-কি সব কথা! তুমি ভালো না বেসে থাকতেই পারবে না ।
-আহা, ধরো না।
-তাহলে, আমি তোমাকে ভালবাসবো, আমি বলবো। এতো সোজা নাকি যে চলে যাবো?
-তাহলে কি দাঁড়ালো?
-কি দাঁড়ালো?
-আমার পূর্ণতা কে আনছে?
-তুমি না বড্ড বেশী। এসব ছাতার মাথা ভাবছিলে এতক্ষন?
-না ভাবছিলাম তারা টা কে আর চাঁদ টা কে?
মেয়েটি ছেলেটির হাত টি জড়িয়ে ধরলো খুব শক্ত করে এবং পাশাপাশি দাড়িয়ে ওরা একসাথে চাঁদ দেখতে দেখতে মেয়েটি বলতে লাগলো...
-শোনো, তোমার মাথায় ঘুরছিলো তারাটি কে তো আর দেখা যায় না,যখন চাঁদ টি জ্যোৎস্না ছড়ায় তাইনা?
-হুম
-সবকিছু কি দেখা সম্ভব?
-পূর্ণতা দিয়ে হারিয়ে যাওয়া টাও কি ঠিক?
-জ্যোৎস্না রাতে আকাশ ভর্তি অনেক তারা থাকে,এতো তারার ভিড়ে ঐ তারা টিকে আমরা মানে আমরা এখান থেকে হয়তো দেখতে পাই না বা ধরতে পারি না কিন্তু সে কিন্তু চাদের পাশেই থাকে। এটাই হয় রে বুদ্ধু!
-হুম
-কি আবারো মন খারাপ?ভালো লাগলো না কথা,না?
-একটা গান গাবা প্লীজ?
-সেটা তুমি গেলেই ভালো হয় না?অনেকদিন হয় গান গাও না তুমি...
-একসাথে ?
"তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি , আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।"
ছেলেটির ধ্যান ভেঙ্গে গেলো, কফি টা একদম ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে আরেক কাপ বানাতে হবে!