যদি হাতের রগটি কেটে রক্তের বন্যা বয়ে দেই এবং অকাল কোনো ঘুমে চলে যাই এ মুহূর্তে কেও কি জানবে?
খোঁজ নিবে কেও?
পাশের রুমে থাকা আব্বু-আম্মুরো জানতেও তো সময় লাগবে, সেই সকাল গড়াবে। তাইনা? ঠিক এ মুহূর্তে মরে গেলে?
হয়তো এ ভোর টাই হতো আমার শেষ দেখা কোনো ভেজা ভোর।
কিসের জীবন কাটাই আমরা? প্রতিটি রাত এক গভীর আবেগ নিয়ে একাকিত্তের কিছু হা-হুতাস। কেও কি প্রতিটিক্ষন আমার জন্য জেগে থাকে? চিন্তায় থাকে? এই যে রাত জাগা, আবেগে নীরব কিছু কান্না,কই কেও তো এর কোনো খবরও নেয় না। কি হবে? যদি মরে যাই? মা-বাবা এই দুটি শব্দ ছাড়া মাঝে মাঝে বেঁচে থাকার মতো কিছু খুজে পাই না। ইশ যদি পারতাম, হাতের কোনার রগ টা কেটে দিয়ে নির্ঘুম কোনো ঘুমে চলে যেতে নিভৃতে-যতনে-গভীরে। খুব গভীর এক ঘুম... যা কোনোদিনই ভাঙার নয়!
খোঁজ নিবে কেও?
পাশের রুমে থাকা আব্বু-আম্মুরো জানতেও তো সময় লাগবে, সেই সকাল গড়াবে। তাইনা? ঠিক এ মুহূর্তে মরে গেলে?
হয়তো এ ভোর টাই হতো আমার শেষ দেখা কোনো ভেজা ভোর।
কিসের জীবন কাটাই আমরা? প্রতিটি রাত এক গভীর আবেগ নিয়ে একাকিত্তের কিছু হা-হুতাস। কেও কি প্রতিটিক্ষন আমার জন্য জেগে থাকে? চিন্তায় থাকে? এই যে রাত জাগা, আবেগে নীরব কিছু কান্না,কই কেও তো এর কোনো খবরও নেয় না। কি হবে? যদি মরে যাই? মা-বাবা এই দুটি শব্দ ছাড়া মাঝে মাঝে বেঁচে থাকার মতো কিছু খুজে পাই না। ইশ যদি পারতাম, হাতের কোনার রগ টা কেটে দিয়ে নির্ঘুম কোনো ঘুমে চলে যেতে নিভৃতে-যতনে-গভীরে। খুব গভীর এক ঘুম... যা কোনোদিনই ভাঙার নয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন