মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

নীল রঙ্গে বৃষ্টি আর তুমি ।

বারান্দায় দাড়িয়ে আনমনা হয়ে তাকিয়ে আছে ছেলেটি... শত বর্ষের না বলা কথা গুলো যেনো আজ সে নিশ্চুপ থেকে বলে দিবে।বলুক না বলুক আজ তার মন ভেজা।রাত থেকে বৃষ্টি হচ্ছে যদিও সে রাতে ঘুমিয়ে গিয়েছিলো । সকালে উঠে এই অঘটন ঘটে গেলো। আজকাল খুব বেশী মন খারাপের মতো কিছু না ঘটলে সে মন খারাপ করে না।কিন্তু এই একটা সময় সে চাইলেও কিছু করার থাকে না। একদম নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে তার সবকিছু । ভাগ্যিস রাতে ঘুমিয়ে পড়েছিলো না হলে যে কি হতো । অন্তত রাত টা তো সে ঘুমে অচেতন ভাবে কাটিয়ে দিয়েছে। তবে এখন কি সে অবচেতন নয় ? কিছুই ভাবতে ভালো লাগছে না তার । নিজেই কফি বানিয়ে এনে বারান্দায় দাড়িয়ে গান শুনছিলো । বাহিরে অঝর ধারায় এখনো বৃষ্টি হচ্ছে । সে এক শুন্য চোখে তাকিয়ে আছে। অন্য সময় হলে হয়ত এতক্ষনে কম্পিউটার অন করে সে লর্ড অফ ডা রিং দেখা শুরু করতো । হাড়িয়ে যেত মিথ জগতের কোনো এক টেলস এ...
কিন্তু আজ পারছে না। আচ্ছা উদাস হলে এমন মনে হয় কেনো?মনে হয় কোথা থেকে কেমন এক ঠান্ডা বাতাস এসে গভীর ভাবে ছুঁয়ে দিচ্ছে মন কে, আবার মনে হয় আকাশ যেনো শুধু আজ আমার জন্যই কাঁদছে।কেনো যেনো অনুভুত হয় প্রকৃতি আজ পুরোটাই আমার জন্য সব কিছু করছে । হৃদয়ের ভেতরে তখন কেমন এক চিন চিন ব্যাথা অনুভুত হয় তারপরো কোথায় যেনো এক ভালো লাগা কাজ করে। ভালো লাগা ? সত্যি ? এই ভালো লাগাকেই বোধয় কষ্ট বিলাসিতা বলে,তাইনা ? বিলাসিতা ? সত্যি ? ধুর...কি সব বলছি । কফি টাও ঠাণ্ডা হয়ে গেলো।নাহ... আজ একদম অন্যমানষ্ক হয়ে যাচ্ছি । এভাবে হয় না...
-একটু পড়ে গেলে হয় না ?
-তুমি?
-অন্য কাওকে একপেক্ট করছিলে নাকি তুমি?
-না, তা বলছিনা। তুমি কখন এলে?
-সেই কখন থেকে দেখছি তোমায়, আনমনা হয়ে কি যেনো ভাবছো?
-না তেমন কিছুই ভাবছি না।
-আমাকে মিস করছিলে ?
-হাহ্‌, তোমাকেই আমার মিস করতেই হবে? পৃথিবীতে কি আমার আর কিছুি করার নাই?
-না,নেই তো । এ জন্যই তো বাতাস গুলো যখন ছুঁয়ে দিচ্ছিলো আমাকেই ভেবে তুমি হেসে দিচ্ছিলে,তাইনা?
-কিচ্ছু জানো না তুমি।
-আচ্ছা এতো মন খারাপ করলে হয় বলো?
-মন খারাপ? কই একদমই না ...
-তাহলে কষ্ট পাচ্ছো কেনো?
-না কষ্ট না।
-তাহলে?
-শুন্যতা ।
-দেখো বৃষ্টির প্রতিটা ফোটায় আমি তোমায় ছুঁয়ে দিচ্ছি ।
-ধুর যাও তো, ভাল লাগে না আর তোমার এসব হেয়ালিপনা।
-হেয়ালিপনা ??
-তা নয়তো কি ? যাও এখন,তোমাকে আমার সহ্য হচ্ছেনা ।
-সত্যি চলে যাবো ? এতো রাগ হচ্ছে যে আমাকে চলেই যেতে বলছো ?
-হুম বলছি । অদৃশ্য তোমাকে নিয়ে আমার যে কল্পনার জগৎ সেথায় আমার আর থাকা সম্ভব হচ্ছেনা । আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এখন। প্লীজ তুমি চলে যাও ।
-আকাশের নীলে আমি মিশে গেলে তুমি অনেক খুশি হবে ? নীল শাড়ি,নীল টিপ,নীল চুরি আর দুল পড়ে দেখো আজ সেজেছিলাম তোমার জন্য তারপরো তুমি আজ আমায় দূরে ঠেলে দিচ্ছো ? একটুও কি ছুঁতে ইচ্ছে হচ্ছেনা আমায় ?
-হ্যাঁ, মাঝে মাঝে কিছু কষ্ট মানুষের জন্য খুব দরকার, হয়তো তোমাকে মুছে দিতে না পারলে আমি আমার আমিকে হারাতে পারবো না। আমি চাইনা আর আমার আমি তে থাকতে । চলে যাও তুমি। এসব ইমোশন আমার আর চাই না। যার এক আনাও দাম নাই এই জগতে,শুধু আছে কিছু মায়া কান্না ।
-কেনো তুমি নিজেকে হারাতে চাও ? মায়া কান্না ? মুছে দিতে চাও তুমি তোমার স্বপ্নপরী কে? এই কি হয়েছে তোমার ?
কফি টা গরম করতে হবে, যাই... বৃষ্টি টাও কমে গেছে ! তবে আজ ওকে অনেক সুন্দর লাগছিলো, নীল চুরি গুলোর ঝন ঝন আওয়াজ করে সে আমার অবচেতন মনকে ছুঁয়ে দিচ্ছিলো, কাজল মাখা চোখের কোনায় যখন জল জমছিলো আমায় দেখাবেনা বলে লুকাচ্ছিলো, চুল গুলো বার বার সামনে থেকে সরিয়ে নিচ্ছিলো দুল গুলোকে দেখাবে বলে । হাহ, নীল শাড়ি টা পড়েছিলো একমাত্র আজ বৃষ্টি নেমেছিলো বলে ।
বৃষ্টি সত্যি নেমেছে আজ, আকাশে, মনের মাঝে, গভীরে, কল্পনার সাত রঙের মাঝে এক নীল রঙ্গে ।
Aboyob Siddiquie Medi
অলখিত ডায়রির পাতা হতে
৪ঠা মার্চ,২০১৫