বুধবার, ১৮ জুন, ২০১৪

বৃষ্টির দিন

সেদিন ছিলো আষাঢ়ের পঞ্চম দিন ! 
কি যেনো কি হলো রাগ করে আমার সাথে কথা বলবে না বলে ঠিক করলে...
সে রাগ ভাঙাতে দেখা করতে হবে তোমার সাথে ?
বাল্যকালের প্রেম বলে কথা ! একদিন না দেখে যে থাকা মুশকিল বই কি ! ঠিক আছে দেখা করবো।
সেই ধানমন্ডির লেক ঘেসে দাড়িয়ে থাকা মেট্রো এর ফুড কোড, দেখা হলো, হাত ধরতে বললে ।
হাত ধরা নিয়ে বেশ সংশয় ছিলো মোর ! এতো সহজেই কি ধরা যায় তোমার হাত ?
একবার ধরলে যে আর ছাড়বো না...। চিন্তায় মঘ্ন দেখে হঠাৎ উঠে রউনা দিলে...
আহা ! আবারো যে অভিমান ? একটু আগে না ভাঙ্গালাম ?
পিছু পিছু নিচে নামতেই ঝুম বৃষ্টি !
পিছে না তাকিয়েই উঠে গেলে রিক্সায়, মাথায় কিছু কাজ করছিলো না । উঠে পড়লাম আমিও তোমার পাশে ।
তোমার ঘোমটা দেয়া সে নিচু করা মাথা আর আড়াল করা কান্না এখনো যে ভুলি নি ।
হুম... দুজনেই বৃষ্টি তে ভিজেছিলাম সে দিন, মনে পড়ে ? আমার যে রিক্সায় হুক উঠাতেও নিষেদ ছিল, তোমার তাতেও ছিলো একরাশ বিরক্ত !
তবে বলো আমার কথা মেনে সেদিন বৃষ্টি তে ভিজতে কি খুব মন্দ লেগেছিলো ?

অতঃপর, রিক্সা থেকে নেমে ভাড়া চুকাতে চুকাতেই তুমি হাঁটা দিলে,বুঝলাম অভিমান ভাঙ্গেনি !
এ কি ? পিছ ফিরে তাকাবেও না ?
কি করা, এক ঝাপটায় তোমার হাত টি পিছ থেকে টান দিয়ে ধরতেই হলো এবং বলতেই হলো এক গভীর আবেগ থেকে 'ভালবাসি তো'

বৃষ্টি তখনো পড়ছিলো আকাশে, দমকা হাওয়া তখনো চলছিলো... এ ব্যাস্ত শহড়ের কোনো এক রাস্তার মাঝে বৃষ্টিতে ভেজা তুমি আর আমি আর আমার ভালবাসার সোপানে সেদিন কাপছিলে তুমিও... মনে পড়ে ??
আজ বৃষ্টির দিন, একলা আমি জানি না কোথায় হারিয়ে গেলো সেই দিন, মুহূর্ত আর তুমি ?