বাবার অনেক টাকা থাকলে খুব তাড়াতাড়ি হয়তো দেশ টাকে ছেড়ে অন্য দেশে পারি জমাতাম।
জী, বাংলাদেশ ছাড়তে চাই।
কিন্তু আমাদের মতো Middle Class Family এর ছেলেপেলেদের যে এটাই বড় বাধা!টাকা-পয়সা,
বাবার হাতে যে শুধু আমাকে মানুষ করে ছেড়ে দেয়ার মতই অর্থ টা আছে।বাকি টা আমাকে বুঝে নিতে হবে। হবেই বা না কেনো? আর কতো? কম তো হলো না, সেই ছোট বেলা থেকে দেখছি,দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। একজন সৎ কামাই করা মানুষ বাংলাদেশে নিজের ছেলেকে রাজধানী তে রেখে যে মানুষ করতে পারছে সেটাই তো অনেক,আমি তো সেটা নিয়েই সঙ্কায় আছি!আমার তো সে অবস্থাও হবে না।
বাবা তো বলেই দিলো 'আর ১ বছর, তোমার দিন আসছে' এ দিন মানে ভালো দিন আসা নয়।এ দিন মানে দায়িত্তের ঘানি টা এখন তোমার কাঁধে তারপর আমার শান্তি।
বললাম 'বাবা, ১ বছর পড় তো মাত্র অনার্স শেষ করবো, মাস্টার্স?' সে নিয়ে আর কথা বাড়ালাম না, তারউপর সরকার শিক্ষার উপর ভ্যাট বসিয়েছে। মানে পড়ালেখা করতেও সরকার কে এখন সোজা বাংলায় টাকা দিতে হবে যেখানে বাহিরের দেশে সরকার উল্টো টা করে।
জী, বাংলাদেশ ছাড়তে চাই।
কিন্তু আমাদের মতো Middle Class Family এর ছেলেপেলেদের যে এটাই বড় বাধা!টাকা-পয়সা,
বাবার হাতে যে শুধু আমাকে মানুষ করে ছেড়ে দেয়ার মতই অর্থ টা আছে।বাকি টা আমাকে বুঝে নিতে হবে। হবেই বা না কেনো? আর কতো? কম তো হলো না, সেই ছোট বেলা থেকে দেখছি,দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। একজন সৎ কামাই করা মানুষ বাংলাদেশে নিজের ছেলেকে রাজধানী তে রেখে যে মানুষ করতে পারছে সেটাই তো অনেক,আমি তো সেটা নিয়েই সঙ্কায় আছি!আমার তো সে অবস্থাও হবে না।
বাবা তো বলেই দিলো 'আর ১ বছর, তোমার দিন আসছে' এ দিন মানে ভালো দিন আসা নয়।এ দিন মানে দায়িত্তের ঘানি টা এখন তোমার কাঁধে তারপর আমার শান্তি।
বললাম 'বাবা, ১ বছর পড় তো মাত্র অনার্স শেষ করবো, মাস্টার্স?' সে নিয়ে আর কথা বাড়ালাম না, তারউপর সরকার শিক্ষার উপর ভ্যাট বসিয়েছে। মানে পড়ালেখা করতেও সরকার কে এখন সোজা বাংলায় টাকা দিতে হবে যেখানে বাহিরের দেশে সরকার উল্টো টা করে।
বাবা-মায়ের কাছে কখনো কিছু চাইনি।নিজের শখ-আহ্লাদ গুলো যে ছেলে এ দেশে জলে ভাসিয়ে দিতে পারে সে হয় সবচেয়ে সোনার ছেলে। আমিও তাই করেছি, কারন পড়ালেখা টাই তো কস্টে শেষ করছি,বাপের উপর বসে খাচ্ছি সেখানে আর নিজের শখ-আহ্লাদ।
কিন্তু কি হবে বলুন তো? নিজের যোগ্যতা দিয়ে এ দেশে নিজের পেট চলে না সেখানে দায়িত্ব-কর্তব্য এসব শব্দ গুলো কে খুব বেশী ভারী মনে হয়। খুব ভারী...
কিন্তু কি হবে বলুন তো? নিজের যোগ্যতা দিয়ে এ দেশে নিজের পেট চলে না সেখানে দায়িত্ব-কর্তব্য এসব শব্দ গুলো কে খুব বেশী ভারী মনে হয়। খুব ভারী...
দেশ টা কে ছেড়ে অন্য কোথাও যেয়ে কামলা দিতে পারলেও হয়তো শান্তি পেতাম,তাতে অন্তত সৎ কামাই করে নিজের ভেতর একটা তৃপ্তি নিয়ে দায়িত্ব-কর্তব্য নামক ব্যাপার গুলোরও বেশ খেয়াল নিতে পারতাম। জী,পালাতে চাই,সে জন্য টাকা দরকার,নিজের জীবন কে রক্ষা করার জন্য এ দেশ থেকে চলে যেতে চাই,বলি তার জন্যও কি সরকার কে ট্যাক্স দিতে হবে?
পাপ হয়ে গেলো মশাই এ দেশে জন্ম নিয়ে বোধ করছি বড্ড পাপ করে ফেলেছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন