শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

মৃত্যুময়ী কল্পনা আমার...বিদায় বেলায় কল্পনাময়ী আমার শেষ চিঠি !!

হঠাৎ কোনো এক ভোরে,ঘুমহীন রাতের পড় দাড়িয়ে দেখছি ঐ সূর্যোদয়...
বেশ বিষণ্ণ মন আমার,গতকাল ডাক্তার আমার মেডিকেল রিপোর্ট দিয়েছে।
আমার নাকি ব্রেইন টিউমর ধরা পড়েছে !! এইতো আর কয়েকটা দিন হাতে রয়েছে...
পৃথিবীটাকে এতো মায়া ভরা চোখে এর আগে কখনো দেখিনি আমি। আজ কেন জানি অনেক মায়া লাগছে...
কষ্ট হচ্ছে বাবা-মা কে ছেড়ে যেতে হবে বলে ?
আমিতো তাদের একমাত্র ছেলে !! সইতে পারবে কি তারা এ কষ্ট?
পারবেনা জানি... তাতে কি? অনেক কষ্টই তো দিয়েছি, শেষ বেলায় না হয় বড় বেশী কষ্ট দিয়ে গেলাম।
আমার আপুটার কি হবে? ওরতো আমি ছাড়া কেও নেই !! ও কি পারবে এ কষ্ট সইতে?
বিশ্বাস কর,আমি চলে যাচ্ছি বলে আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছেনা এই ভেবে যে আমি মৃত্যুময়ী একজন যাত্রী...
কিন্তু এ মানুষগুলো কে যে আমি নিজের চেয়েও বেশী ভালবাসি...সত্যি বলতে ওদের ভালবাসা উপেক্ষা করার মত ক্ষমতা আমার মাঝে নেই।
আমার বাবা-মা কখনই আমাকে তাদের অতিরিক্ত ভালবাসা উপল্পধি করতে দেয়নি কিন্তু যাবার কালে কেন এই পিছুটান? কেনো এতো ভালবাসা?
আজ আমি দেখছি আমাকে সবাই কতটা ভালোবাসে,কতোটা কাছে টানছে...!!
অবাকময়ী হয়ে তাদের এ টান আমি আমার চোখের জলে আরাল করতে চাইলেও পাড়ছি না।
আচ্ছা,আমিনা কাঁদতে পারতাম না !!
তবে আজ এতো কেন কান্না পাচ্ছে আমার?

এই ভোরের আলো,এই সূর্যোদয় আমি হয়তো আর দেখতে পারবোনা... তবে কি এই আমার শেষ?
জানি এই ভোরের মায়া আমাকে আর খুজে পাবেনা তবে আমায় অনেক মিস করবে...
কারন আমিতো নিশাচর রাতের শেষে ঘুমন্ত ভোরের সঙ্গী হয়ে ওদের সঙ্গতা দিতাম...
নীরবে বসে পাখিদের গান শুনতাম...
আর পারবোনা... তাই ওদের কে খুব "SORRY" বলতে ইচ্ছে করছে...
থাক... ওড়া অন্তত না জানুক আমি যে ওদের ছেড়ে চিরদিনের মতো বিদায় নিচ্ছি...

মাঃ তোমায় অনেক কষ্ট দিয়েছি,তবে তোমায় অনেক ভালবাসি এ কথাটি কখনই বলতে পারিনি...

বাবাঃ তোমাকে ভালবাসি অনেক বেশি,তবুও তোমার রক্ত ঝরা ঘামের বিনিময় শুধরানো সম্ভব নয়,আর আমিতো হতভাগ্য। তোমায় ছেড়ে চলে যাচ্ছি। মাফ করে দিও প্লিজ্জ !!

আপুঃ পৃথিবীতে তোকে ভালবেসেছি সবচাইতে বেশী...জানিনা আমি চলে গেলে তোর কি হবে।তবে তুই পারবি আপু।আমি জানি তুই পারবি।কারন তোর ভাই সবসময় তোকে দেখবে।
I LOVE YOU আপু...SORRY...মাফ করে দিশ। তোকে একা রেখে যাচ্ছি বলে রাগ করিস না প্লিজ্জ !!
i'll miss u from my death soul !!


Frdz:কিছুই বলার নেই কারন আমি জানি,তদের জন্য সর্বদা আমি সাময়িক !! তাই মৃত্যুর পড় কাওরো মনে সাময়িক কষ্ট দিয়ে থাকলে মাফ চাচ্ছি !!

সপ্নপরীঃ তোমার সাথে আমার আর এই পৃথিবীতে দেখা হলোনা... এ আফসোস আর রইলোনা। যদি পূর্ণ জনম বলে বা আখেরি রাত বলে কিছু থাকে তবে হয়তো তোমার সাথে দেখা হবে তবে কল্পনাময়ী তোমাকে আমি কল্পনাতেই ভালবেসেছি অনেক বেশী যার বেশী হয়তো ভালবাসা যায়না !!
তাই হয়তো তুমি সপ্নপরী হয়েই রয়ে গেলে...

অনেকতো হলো !! এখন তবে বিদায় নেই......



মাঝে মাঝে হয়তো মনে পড়বে আমায়,
কারো কোনো চোখের জলে...
শিক্তো হৃদয়ে দেখা দিবো আমি জলন্তো প্রতিচ্ছবি হয়ে...
তাই যাচ্ছি চলে বিদায় দাও মরে...


-অবয়ব সিদ্দিকী মিডিয়া








       


একাকিত্ত কস্ট !! Camera: My Sony Ericsson W5 Place: Roof side of My Home Edit: Picassa & photoscape





Part: 2 (মৃত্যু !! কল্পনাময়ী মৃত্যু আমার )
খুব শীগ্রই আপলোড দেয়া হবে...

লেখকের ফেসবুক আই ডি ঃ https://www.facebook.com/aboyob