সোমবার, ২৯ জুন, ২০১৫

জানি ভ্রমরা কেনো কথা কয় না

ভাবো তো, কোনো এক জোৎস্না রাতে তারা ভরা খোলা আকাশের নিচে কোন এক মেঠো পথ ঘেরা গ্রামের পারের মাঠে, যেথায় দূর থেকে ঘুমিয়ে পড়া মাটির ঘরটি দেখা যাচ্ছে সাথে পুকুর ঘাটে আলোর জাদুকরা এক স্বর্গপুরী হাতছানি দিয়ে ডাকছে। তুমি আর আমি বসে আছি আর দুজন মিলে গাইছি,আসলে তুমি গাচ্ছো আমি সাথে সাথে সুর দিচ্ছি-
'জানি ভ্রমরা কেনো কথা কয় না
ওহ, জানি মহুয়া কেনো মাতাল হয় না
পদ্য ফোটা ঝিলি রোদে
শুধু ঝিলিমিলি ঝিলিমিলি করে
তবু কেন আখি ঝরে শুধু ঝর ঝর ঝর ঝরে
আমি শুধু জানি এ মন কেন ঘরে রয় না,
জানি শুধু জানি...।।
কৃষ্ণ-চুড়া হাওয়ার সুরে শুধু ঝিরি ঝিরি ঝিরি ঝরে
সে এক পাখি শুনি ডাকে
শুধু চোখ গেলো চোখ গেলো বলে
আমি শুধু জানি এ জ্বালা কেন প্রানে সয় না।'
কি গাবে তো আমার সাথে?
না হয় ঘুম পারিয়েই দিলাম ভ্রমরার না বলা গানের সুরে সুরে... তুমি ঘুমিয়ে যাবে আমি চেয়ে রব। জোৎস্নার আলোয় এক অপরুপ আমার সপ্নপরী কে দেখবো আমার কোলে ঘুমিয়ে আছে! সে থেকে বড় শান্তি কি কিছু থাকতে পারে বলো তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন