-আমি কি সত্যি তোমাকে খুব জালাতন করি?
-হুম
-তুমি কি চাও যে আমি আর তোমাকে না জালাতন করি?
-হুম,
-সত্যি?
-আমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। কারন তুমি জালাতন করলেও কি না করলেও কি।
-মানে?
-মানে, তুমি চাইলেও তুমি আমাকে জালাও,না চাইলেও জালাও।
-যেদিন বুঝবো সেদিন থেকে আর জালাবো না।
-লল! তা কি করলে তুমি বুঝবে?
-কিছু করতে হবেনা তোমার,আমি বুঝে নিবো।
-হাহাহা, এ সাধে কি বলি তুমি একটা....
-কি?
-না, ঐ ডাক টা দিবো না। কারন, কিছু আদরে ডাক গুলো সারাজীবন জালায়। সারা জীবন।
বেদনা, তুমি বড় অদ্ভুত। তোমায় আমি আমার মতো করে এ জীবনভরে দেখে গেলাম। নীল খামে চিঠি টা মন মাঝারেই রেখে দিলাম। কি দরকার সবটুকু বোঝার।যা শেষ তা তো শেষ,তাইনা? তবু কিছু শেষ কেন যেনো হয়েও হয়না শেষ।
-হুম
-তুমি কি চাও যে আমি আর তোমাকে না জালাতন করি?
-হুম,
-সত্যি?
-আমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। কারন তুমি জালাতন করলেও কি না করলেও কি।
-মানে?
-মানে, তুমি চাইলেও তুমি আমাকে জালাও,না চাইলেও জালাও।
-যেদিন বুঝবো সেদিন থেকে আর জালাবো না।
-লল! তা কি করলে তুমি বুঝবে?
-কিছু করতে হবেনা তোমার,আমি বুঝে নিবো।
-হাহাহা, এ সাধে কি বলি তুমি একটা....
-কি?
-না, ঐ ডাক টা দিবো না। কারন, কিছু আদরে ডাক গুলো সারাজীবন জালায়। সারা জীবন।
বেদনা, তুমি বড় অদ্ভুত। তোমায় আমি আমার মতো করে এ জীবনভরে দেখে গেলাম। নীল খামে চিঠি টা মন মাঝারেই রেখে দিলাম। কি দরকার সবটুকু বোঝার।যা শেষ তা তো শেষ,তাইনা? তবু কিছু শেষ কেন যেনো হয়েও হয়না শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন