শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

ঘুমন্ত এক তুমি আর আমি !

কি দেখো অমন করে ?
-তোমাকে
এতো দেখার কি আছে ?
-বুঝবেনা
হাহ... এতো দেখো না,একটা সময় আসবে আর দেখতে ইচ্ছে করবেনা
-তাইনাকি,আমার তো মনে হয় অন্যটা !
অন্যটা ?
-হুম... তুমি যখন থাকো না তখনও তো আমি তোমায় দেখি?
আচ্ছা,আমি ঘুমিয়ে পড়লেও তুমি তাকিয়ে থাকো ! এতো কি আছে আমার মাঝে দেখার মতো?
-তা ঠিক !! কিচ্ছু নাই... 
বলোনা,কি সুখ পাও বলো ?
-কি সুখ ? তোমার নিদ্রাছন্ন নয়ন যে স্বপ্ন আঁকে,সে সুখ পাই আমি ।
তোমার ঘুমন্ত ঐ চেহারা যে চঞ্চল,আহ্লাদী এবং আবেগি পিচ্চি টাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখে সে সুখ খুঁজে পাই আমি আর...
আর ?
-আর, সারাটাক্ষন যে হাত আমাকে ধরে ঘুমায় এবং যে মাথা আমার বুকে সুখ খুঁজে পায় সে সুখ খুঁজি আমি।
এক আমার ঘুমন্ত আমার মাঝে তুমি এতো কিছু কিভাবে খুঁজে পাও বলবে ?
-হুম... পাই তো

কি ভাবে বলি বলো ? এমন যে আদর আদর করা গাল তোমার সেখানে যে সব কিছুর বিনিময়েও আটকে থাকতে চাই আমি। আর তুমি কি জানো,ঘুমের মাঝে তুমি বাচ্চাদের মতই হেসে ওঠো ?
আমার পিচ্চিটার টোল পড়া বাচ্চাদের মতো সে হাসি দেখার মতো সৌভাগ্যকে কিভাবে আমি হাতছারা করি বলো তো ?
ঘুমের মধ্যেই আবার তুমি জেগে ওঠো একপলক আমাকে দেখে আবারো ঘুমিয়ে পড়,আমি হাসি ভাবি পাগল... এতোটাই ভালবাসো !!
তোমার উড়ে আসা চুলের মাঝে হারিয়ে থাকি আমি...

যে ঘুমে সর্বসুখ বিরাজ করে সে ঘুম দেখবই তো আমি
যে ঘুমে ভালবাসা উঁকি না,সরাসরি স্রষ্টা হতে নেমে আসে
সে ঘুম দেখবই তো আমি
হোক সে ঘুম তোমার চোখে...
তোমার চোখ দিয়েই,ঘুমাবো আমি
যার চোখে আমায় দেখি আমি
সারাটিক্ষন তাঁর মাঝেই থাকবো আমি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন