শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

ঝাপসা !

দূর থেকে তোমাকে স্পষ্ট দেখতে পাই
কেন যেনো কাছ থেকে তা কখনই দেখতে পারি নি...
আচ্ছা... তুমি কি কাছে এলে ঝাপসা হয়ে যাও ?

-না তো !! কাছে এলে হয়তো তোমার মাঝে মিশে যাই,তাই আর আমাকে আমার মতো দেখতে পাও না

এ আবার কেমন কথা ? তুমি তো সবসময়ই আমার মাঝে মিশে থাকো,আমি জানি 

-সবসময় মিশে থাকি ?

হুম...সবসময়ই মিশে থাকো। আমার নিঃশ্বাসে, আমার কাজল মাখা নয়নের আবেগে,আমার ঠোঁটের প্রতি স্পর্শে আর...

-আর ??

আর, ধুর বোকা এটাও বোঝ না ?

-না,বুঝলাম নাতো !!

থাক,আর বুঝতে হবেনা,ভোর হয়েছে উঠবেনা ?

-আমার কি আর ভোর হয় ?

মানে ?

-তুমি যেদিন কল্পনা থেকে বের হয়ে আসবে হয়তো সেদিন ভোর হবে

আমি কি তোমার নিছক কল্পনা ?

-না... বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা যাকে আকড়ে ধরে আমি বেঁচে থাকার চেষ্টা করছি !

তুমি, বেঁচে আছো ? সত্যি ?

-জানিনা স্বপ্নপরী, সত্যিই জানিনা !

না তুমি বেঁচে নেই,হারিয়ে গিয়েছো... ফিরবে কবে ?

-যেদিন দূর থেকে আমায় ঝাপসা দেখবে সেদিন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন