-তুমি আমাকে ভীষণ ভালোবাসো তাইনা ?
-ভীষণ !
কিরকম ভালবাসো জানো ?
-কি রকম ?
-একজন শিল্পী যেমন ভালবাসে তার শিল্প কে, একজন ভাস্কর যেমন ভালবাসে তার ভাস্কর্য কে !
তুমি প্রেমিক নও, তুমি পূজারি ।
-পূজারি ?
-তুমি পুজো করো কিন্তু আমি তো পুজো চাই না !
-কি চাও তুমি ?
-আমি চাই প্রেম প্রেম শুধু প্রেম !
তোমার আলিঙ্গনে আমি মোমের মতো গলতে চেয়েছি ! তোমার আশ্রয়ে আশ্রিত হয়ে আমি অনুভব করতে চেয়েছি যে আমি মরে যাচ্ছি ! পারবে আমাকে সে ভাবে ভালবাসতে ?? পারবে না ?
-না ! পারবোনা। আমি যে শিল্পী...
-শিল্পী ???
-শোনো একটা কথা বলি ?
-বলো
-চোখ টা বন্ধ করবে ?
-করলাম
-একটা অন্ধকার ঘড়ে কিছু আলোর প্রদিপ জ্বলছে, দেখছো ?
-হুম
-আলো গুলো তোমায় ছুঁয়ে দিচ্ছে,তাইনা ?
-হুম
-ঘরের মধ্যখানে তুমি বসে আছো সেজে- কপালে তোমার টিপ,হাতে চুরি,কানে দুল,চুল তোমার উড়ছে এক ঝড়ো বাতাসে,চোখে নিয়েছো আঁধার ঘেরা ঘন কালো কাজল,পায়ে তোমার আলতা, হাতে আবার মেহেদী ! একি সেই কাজল মাখা চোখে পানি কেনো বলতো ? কি দেখছো ?
-ভালবাসা !!
-তুমি তো মহা কিপ্টে ! এতো ভালবাসা জমিয়ে রাখবে ?
-ছরিয়ে দিবো ?
-শান্ত হও ! তুমি তো জ্বলার জন্য নও...
-তাহলে ?
-শান্ত করো সবাইকে
-কিভাবে ?
-ভালবাসা দিয়ে ! যেভাবে ভালবাসা দিয়ে শান্ত করা যায় এ জগৎ কে !
-কি ভাবে পারো ?
-কি পারি ?
-ভালবাসতে ?
-হা হা হা...... আমি যে প্রেমিক নই ! ভালবাসাময় এক শিল্পী !! পুজো নয়... ভালবাসার পূজারি !
-ভীষণ !
কিরকম ভালবাসো জানো ?
-কি রকম ?
-একজন শিল্পী যেমন ভালবাসে তার শিল্প কে, একজন ভাস্কর যেমন ভালবাসে তার ভাস্কর্য কে !
তুমি প্রেমিক নও, তুমি পূজারি ।
-পূজারি ?
-তুমি পুজো করো কিন্তু আমি তো পুজো চাই না !
-কি চাও তুমি ?
-আমি চাই প্রেম প্রেম শুধু প্রেম !
তোমার আলিঙ্গনে আমি মোমের মতো গলতে চেয়েছি ! তোমার আশ্রয়ে আশ্রিত হয়ে আমি অনুভব করতে চেয়েছি যে আমি মরে যাচ্ছি ! পারবে আমাকে সে ভাবে ভালবাসতে ?? পারবে না ?
-না ! পারবোনা। আমি যে শিল্পী...
-শিল্পী ???
-শোনো একটা কথা বলি ?
-বলো
-চোখ টা বন্ধ করবে ?
-করলাম
-একটা অন্ধকার ঘড়ে কিছু আলোর প্রদিপ জ্বলছে, দেখছো ?
-হুম
-আলো গুলো তোমায় ছুঁয়ে দিচ্ছে,তাইনা ?
-হুম
-ঘরের মধ্যখানে তুমি বসে আছো সেজে- কপালে তোমার টিপ,হাতে চুরি,কানে দুল,চুল তোমার উড়ছে এক ঝড়ো বাতাসে,চোখে নিয়েছো আঁধার ঘেরা ঘন কালো কাজল,পায়ে তোমার আলতা, হাতে আবার মেহেদী ! একি সেই কাজল মাখা চোখে পানি কেনো বলতো ? কি দেখছো ?
-ভালবাসা !!
-তুমি তো মহা কিপ্টে ! এতো ভালবাসা জমিয়ে রাখবে ?
-ছরিয়ে দিবো ?
-শান্ত হও ! তুমি তো জ্বলার জন্য নও...
-তাহলে ?
-শান্ত করো সবাইকে
-কিভাবে ?
-ভালবাসা দিয়ে ! যেভাবে ভালবাসা দিয়ে শান্ত করা যায় এ জগৎ কে !
-কি ভাবে পারো ?
-কি পারি ?
-ভালবাসতে ?
-হা হা হা...... আমি যে প্রেমিক নই ! ভালবাসাময় এক শিল্পী !! পুজো নয়... ভালবাসার পূজারি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন