স্বপ্নপরী,
-আচ্ছা, আমাদের মধুপূর্ণিমা কেমন হবে বলতো ?
-তুমি ই বলো !
-আচ্ছা, মনে করো আমি আর তুমি মিলে প্রথম মধুপূর্ণিমায় কই যাবো ?
-কই যাবো ?
-এটাও আমাকে বলতে হবে ?
-হুম...
-আচ্ছা, তুমি Nuku-Hiva চেনো ?
-না তো ! এটা কোন যায়গা ?
-এটা Tahiti,French Polynesia Island,একটি পর্যটক কেন্দ্র !!
-এতোদূর ?
-তো ? এতো দুরেই যাবো...
-এতো দূরে কেন ? ঐখানে এমন কি আছে ?
-না... তেমন কিছু নেই আবার অনেক কিছু আছে... ওখানে তোমাকে নিয়ে হারিয়ে যাবো পাহাড় গুলোর অড়ন্যে, ভেসে বেড়াবো সেখানকার ছোট ছোট দ্বীপকুঞ্জে... বনের ভেতর দিয়ে যে লেক গুলো বের হয়ে গিয়েছে সেখানে তোমাকে নিয়ে নৌকায় ঘুরবো ! আর...
-আর ?
-হুম... আর সমুদ্রের কোনো এক ধারে আমি আর তুমি গোসল করবো কিন্তু কাপর থাকবেনা !
-কি বলো এগুলা ? পাগল !!??
-লল !! পাগলই তো ! আচ্ছা শেষ করি ?
-হুম...বলো
-সেখানে আমরা নৌকায় ঘুরতে ঘুরতে যদি হারিয়ে যাই ?
-মানে কি ?
-মানে মনে কর হঠাৎ হারিয়ে গেলাম এবং সেখানকার কোনো এক পাহাড়ে বাস করা জাতিদের কাছে আশ্রয় নিলাম কিছুদিন, তাদের সাথে পাহারের দেশে থাকলাম। তারা আমাদের অনেক আদর করলো-যত্ন করলো তারপর আবার দিক বুঝে ফিরে আসলাম ...কেমন হবে বলতো ?
-তোমার মাথা টা আসলেই গেছে !
-বলছো ?
-হুম... বলছিই তো ! না হলে কি আর কি কোথাকার নুকু-হিবা না কি তা নিয়ে তুমি Honeymoon এর চিন্তা করছো !
-তো কি ? আমি যাবই এবং তোমাকে নিয়েই যাবো ! এবং আমাদের একটা হানিমুন ঐখানে করবই!
-আচ্ছা, তার আগে আমাকে খুঁজে বের করো ! তুমি তো বিয়েই করবানা আবার বছর বছর হানিমুন এর প্লান গেথে বসে আছে !
-তোমাকে খুঁজে না পেলে তো আর হবে না... তাইতো বলছি আর কতো স্বপ্নে থাকবে ? বয়স তো কম হলো না, এখন একটু দেখা-টেখা দাও ! এখন প্রেম না করলে কবে করবো বলো তো ?
-হাহ... এখনি না জনাব... অপেক্ষা করুন !
-অপেক্ষা...... ?
-হুম... তবে আপনার কয়টা হানিমুন করার ইচ্ছা আমি জানি না তবে প্রথম হানিমুন আমার প্লান অনুজায়ী হবে, তোমার এসব উসবুক প্লান এ আমি নাই !
-আচ্ছা !
-একটা কথা বলবো ?
-বলো...
-থাক... !!
-না থাকবে কেনো ? বলো...
-অনেক তো হলো...যাওনা একটু ঘুমাতে যাও...
-তুমি থাকবে তো ?
-আমি তো আছিই, তাইনা ?
-সত্যি আছো তো ???
-আচ্ছা, আমাদের মধুপূর্ণিমা কেমন হবে বলতো ?
-তুমি ই বলো !
-আচ্ছা, মনে করো আমি আর তুমি মিলে প্রথম মধুপূর্ণিমায় কই যাবো ?
-কই যাবো ?
-এটাও আমাকে বলতে হবে ?
-হুম...
-আচ্ছা, তুমি Nuku-Hiva চেনো ?
-না তো ! এটা কোন যায়গা ?
-এটা Tahiti,French Polynesia Island,একটি পর্যটক কেন্দ্র !!
-এতোদূর ?
-তো ? এতো দুরেই যাবো...
-এতো দূরে কেন ? ঐখানে এমন কি আছে ?
-না... তেমন কিছু নেই আবার অনেক কিছু আছে... ওখানে তোমাকে নিয়ে হারিয়ে যাবো পাহাড় গুলোর অড়ন্যে, ভেসে বেড়াবো সেখানকার ছোট ছোট দ্বীপকুঞ্জে... বনের ভেতর দিয়ে যে লেক গুলো বের হয়ে গিয়েছে সেখানে তোমাকে নিয়ে নৌকায় ঘুরবো ! আর...
-আর ?
-হুম... আর সমুদ্রের কোনো এক ধারে আমি আর তুমি গোসল করবো কিন্তু কাপর থাকবেনা !
-কি বলো এগুলা ? পাগল !!??
-লল !! পাগলই তো ! আচ্ছা শেষ করি ?
-হুম...বলো
-সেখানে আমরা নৌকায় ঘুরতে ঘুরতে যদি হারিয়ে যাই ?
-মানে কি ?
-মানে মনে কর হঠাৎ হারিয়ে গেলাম এবং সেখানকার কোনো এক পাহাড়ে বাস করা জাতিদের কাছে আশ্রয় নিলাম কিছুদিন, তাদের সাথে পাহারের দেশে থাকলাম। তারা আমাদের অনেক আদর করলো-যত্ন করলো তারপর আবার দিক বুঝে ফিরে আসলাম ...কেমন হবে বলতো ?
-তোমার মাথা টা আসলেই গেছে !
-বলছো ?
-হুম... বলছিই তো ! না হলে কি আর কি কোথাকার নুকু-হিবা না কি তা নিয়ে তুমি Honeymoon এর চিন্তা করছো !
-তো কি ? আমি যাবই এবং তোমাকে নিয়েই যাবো ! এবং আমাদের একটা হানিমুন ঐখানে করবই!
-আচ্ছা, তার আগে আমাকে খুঁজে বের করো ! তুমি তো বিয়েই করবানা আবার বছর বছর হানিমুন এর প্লান গেথে বসে আছে !
-তোমাকে খুঁজে না পেলে তো আর হবে না... তাইতো বলছি আর কতো স্বপ্নে থাকবে ? বয়স তো কম হলো না, এখন একটু দেখা-টেখা দাও ! এখন প্রেম না করলে কবে করবো বলো তো ?
-হাহ... এখনি না জনাব... অপেক্ষা করুন !
-অপেক্ষা...... ?
-হুম... তবে আপনার কয়টা হানিমুন করার ইচ্ছা আমি জানি না তবে প্রথম হানিমুন আমার প্লান অনুজায়ী হবে, তোমার এসব উসবুক প্লান এ আমি নাই !
-আচ্ছা !
-একটা কথা বলবো ?
-বলো...
-থাক... !!
-না থাকবে কেনো ? বলো...
-অনেক তো হলো...যাওনা একটু ঘুমাতে যাও...
-তুমি থাকবে তো ?
-আমি তো আছিই, তাইনা ?
-সত্যি আছো তো ???
![]() |
| ছবিঃ Nuku-Hiva |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন