সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

কথোপকথন-০৪

- তোমাকে একবার ছুঁয়ে দেখি?
- কতোটা গভীর ভাবে ছোঁবে?
- যতোটা গভীর ভাবে তুমি চাও?
- পারবে?
- কথা নিয়ে খেলতে ভালবাসো? 
- কথা না শব্দ?
- পার্থক্য কি খুব বেশী?
- শব্দমালা মিলে কথা আর একেকটা শব্দ মানে আলাদা আলাদা অর্থ।
- গল্প?
- আছে?
- শুনবে?
- শোনালে গল্পে ডুবে যাবো?
- সেটা যে শুনছে তার উপর নির্ভর করে।
- কি ভাবে?
- প্রলয়ে
- ঝড় হবে না?
- না
- বৃষ্টি, টর্নেডো কিংবা হ্যারিকেন?
- সব কিছুকে শোষন করে কে?
- প্রলয়?
- প্রলয়
- সে তো ধ্বংস যজ্ঞ চালায়
- তা না হলে গভীর ভাবে ছোঁব কি করে?
- ভালবেসে?
- সে তো ইম্পালস এর খেলা
- তুমি তাহলে কি করো?
- ক্ষত করি, গভীর থেকে গভীর ভাবে ছুঁয়ে দেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন