-সব তোমার দোষ
-কিভাবে?
-তুমি আমাকে, ও সময় ঐ ভাবে ছেড়ে না দিলে আমি এতো কস্ট পেতাম না।
-তো কি করতাম আমি?
-আমি বলেছিলাম, আমরা অন্তত বন্ধু হয়ে থাকি? না তোমার আমাকে ছ্যাকা দিতেই হবে।
-তোমার মেয়েটা দেখতে অনেক মিস্টি হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা তোমার জামাই তোমাকে ভালবাসে অনেক?
-অনেককক।
-কি, আমার থেকেও বেশী?
-তুমি আমায় ভালবাসলে ওভাবে ছাড়তে পারতে না। তোমার ছ্যাকা পোষাতে আমার আরো দু'বছর সময় লেগেছে জানো?
-দু'বছর, আর তারপর তুমি এখন একজন সুখী পাক্কা বুড়ি।
-আচ্ছা, তোমার কি অবস্থা? জীএফ কে? পরিচয় না করাও, নাম টা তো বলো?
-আমাকে কে ভালবাসবে বলো? নাহ, কেও জোটেনি আর। কেও ভালবাসেনি এই হতোভাগা কে।
-জানো, আমার জামাইও না তোমার মতো ভালো মানুষ।আমার ভাগ্য টা আসলেই ভালো।
-বুঝলে, তোমায় সেদিন ছেড়ে ছিলাম কেন?
-ছ্যাকা দিবে বলে।
-হাহাহাহাহা
-একটা কথা আমি ভুলবো না, তুমি আমার প্রথম এবং বাল্যকালের প্রেম।
-সে জন্যই বুঝি বার বার খুঁজে বের করে কথা বলো?
-কথার যাদু টা যে তোমার প্রথম থেকেই অনেক আয়ত্ত করা। তাই মাঝে মাঝে শুনতে আসি। ভালো লাগে।
-আমার প্রতি তোমার কোনো আক্ষেপ নেই?
-না, ঐ ছ্যাকা দেয়া বাদে কোনো আক্ষেপ নেই। তোমার মতো একজন ভালো মানুষকে কস্ট দিয়ে ছ্যাকা খেয়েও আজ এতো সুখী হতে পেড়েছি সেখানে আক্ষেপ আসবে কোথা থেকে? বলো আমি অনেক কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করো প্লিজ।
-তোমার বুড়ি টার জন্য অনেক দোয়া রইলো আমার আর হ্যা, পাগলামি টা কমাও। এখন অনেক বড় হয়ে গেছো, আগের মতো ছোট টা তুমি আরর নেই।
-কিভাবে?
-তুমি আমাকে, ও সময় ঐ ভাবে ছেড়ে না দিলে আমি এতো কস্ট পেতাম না।
-তো কি করতাম আমি?
-আমি বলেছিলাম, আমরা অন্তত বন্ধু হয়ে থাকি? না তোমার আমাকে ছ্যাকা দিতেই হবে।
-তোমার মেয়েটা দেখতে অনেক মিস্টি হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা তোমার জামাই তোমাকে ভালবাসে অনেক?
-অনেককক।
-কি, আমার থেকেও বেশী?
-তুমি আমায় ভালবাসলে ওভাবে ছাড়তে পারতে না। তোমার ছ্যাকা পোষাতে আমার আরো দু'বছর সময় লেগেছে জানো?
-দু'বছর, আর তারপর তুমি এখন একজন সুখী পাক্কা বুড়ি।
-আচ্ছা, তোমার কি অবস্থা? জীএফ কে? পরিচয় না করাও, নাম টা তো বলো?
-আমাকে কে ভালবাসবে বলো? নাহ, কেও জোটেনি আর। কেও ভালবাসেনি এই হতোভাগা কে।
-জানো, আমার জামাইও না তোমার মতো ভালো মানুষ।আমার ভাগ্য টা আসলেই ভালো।
-বুঝলে, তোমায় সেদিন ছেড়ে ছিলাম কেন?
-ছ্যাকা দিবে বলে।
-হাহাহাহাহা
-একটা কথা আমি ভুলবো না, তুমি আমার প্রথম এবং বাল্যকালের প্রেম।
-সে জন্যই বুঝি বার বার খুঁজে বের করে কথা বলো?
-কথার যাদু টা যে তোমার প্রথম থেকেই অনেক আয়ত্ত করা। তাই মাঝে মাঝে শুনতে আসি। ভালো লাগে।
-আমার প্রতি তোমার কোনো আক্ষেপ নেই?
-না, ঐ ছ্যাকা দেয়া বাদে কোনো আক্ষেপ নেই। তোমার মতো একজন ভালো মানুষকে কস্ট দিয়ে ছ্যাকা খেয়েও আজ এতো সুখী হতে পেড়েছি সেখানে আক্ষেপ আসবে কোথা থেকে? বলো আমি অনেক কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করো প্লিজ।
-তোমার বুড়ি টার জন্য অনেক দোয়া রইলো আমার আর হ্যা, পাগলামি টা কমাও। এখন অনেক বড় হয়ে গেছো, আগের মতো ছোট টা তুমি আরর নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন