রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

স্বপন !

রাতের প্রহরীরা ঘুমুতে যায়,
দিনের আলোর ব্যাস্ত প্রহর,
একলা বালক চোখের কালো রেখায় দেখে যায়,
স্বপ্ন কোনো কুয়াশা মাখা ভোরের আলোর।
একাকি রাত, একাকি ভোর,
ব্যাস্ত নগরী, রোবোট মানব,
হৃদয় ঘেরা, আবেগ চমক,
তাতে কি আর হয় স্বপ্নবাজের স্বপন বাস্তব?
স্বপ্নপরী, বাস্তব জীবন,
স্বপন নয়ন, কল্পনা রঙিন,
বাস্তবতা হয় কালো রঙ,
জেগে রয় তাই ঘুম বালক....
স্বপন ভেজা নয়নে,
কালো চোখের রেখার পথ ধরে,
ভোরের আলোর ঘোলাটে কুয়াশা পথে,
তটে তবু হিয়া কাদে,
চোখে চোখে স্বপ্ন দেখে
জলে জলে ভেজে,
কাদে কাদে ভাঙা স্বপন কাদে,
ভেজে ভেজে স্বপন ভেজে।


(অবয়ব সিদ্দিকী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন