সৃতি গুলো মাঝে মাঝে লুসিড ড্রিম হয়ে হানা দেয়,
গভীর রাতের কোনো ঘুম ভাঙা স্বপ্নে খুব বেশী কাঁদায়,
না, এখন আর সে তোমায় দেখে স্বপ্ন মধুর হয় না,
দু:স্বপ্ন হয়ে খুব ভয় দেখাও, পাছে ঘুম ভেঙে গেলে বড্ড একাকী ক্ষনে,
নি:স্বতায় যখন চোখের পাতা খুলি,
ভয়ে কাপতে কাপতে বুঝতে পারি,
এ এক ভয়ানক সুখের কস্ট দেয়া এসিড মাখা স্বপ্ন,
রক্ত ক্ষরণ করে যা ঘটাচ্ছে কল্প লোকে খর্ব।
গভীর রাতের কোনো ঘুম ভাঙা স্বপ্নে খুব বেশী কাঁদায়,
না, এখন আর সে তোমায় দেখে স্বপ্ন মধুর হয় না,
দু:স্বপ্ন হয়ে খুব ভয় দেখাও, পাছে ঘুম ভেঙে গেলে বড্ড একাকী ক্ষনে,
নি:স্বতায় যখন চোখের পাতা খুলি,
ভয়ে কাপতে কাপতে বুঝতে পারি,
এ এক ভয়ানক সুখের কস্ট দেয়া এসিড মাখা স্বপ্ন,
রক্ত ক্ষরণ করে যা ঘটাচ্ছে কল্প লোকে খর্ব।
সে ক্ষনে মাথায় হাত টি বুলিয়ে দিয়ে কেও বলবে না যা ছিলো দু: স্বপ্ন,
চোখের জল ফেলে তাই সুধাই,
যা ছিলো তা তো এক লুসিড ড্রিম মাত্র,
চোখের জল ফেলে তাই সুধাই,
যা ছিলো তা তো এক লুসিড ড্রিম মাত্র,
ঐ যে প্রভাত দেখা যায়, চলো আজ না হয় ভোর টাকে নিজের করে নেয়া যাক,
অন্ধকার তো কেটেই যায়, কুয়াশা হয়তো ঠিকই থাকতে চায়,
সে কুয়াশা মুছে দেয়ার রোদ্দুর মাখা মলিন হাত কপালে বলো ক'জন পায়?
অন্ধকার তো কেটেই যায়, কুয়াশা হয়তো ঠিকই থাকতে চায়,
সে কুয়াশা মুছে দেয়ার রোদ্দুর মাখা মলিন হাত কপালে বলো ক'জন পায়?
অনেক রাতের পর,হাতছানি দিয়ে ডাকিস আবার যদি,
ফিরবো হয়তো দেখবি,লোভে-অভিমানের এক ঠোট ফোলানো ছোট্ট এই আমি।
ফিরবো হয়তো দেখবি,লোভে-অভিমানের এক ঠোট ফোলানো ছোট্ট এই আমি।
- এসিড-লুসিড স্বপ্ন
(অবয়ব সিদ্দিকী)
(অবয়ব সিদ্দিকী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন