শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

নরক !! (the hell journey)

কোথায় আছি আমি ?
হুম... পৃথিবী তে ?
সব কিছু তো দেখতে পৃথিবীর মতই কিন্তু অচেনা সব কিছু...

আকাশ টা অনেক বেশী হলদে,যেনো আগুনের লীলাভূমি !
চারিদিকে মরুভুমির মতো শুন্য... খুব পিপাসা পেয়েছে আমার কিন্তু কোথাও পানি দেখছি না ।
শূন্যে ভেসে বেড়াচ্ছি... যেদিকেই যাই শুধু আগুনের উত্তাপ !

আচ্ছা,এখানে কি আমি একাই ? আর কাও কে দেখছিনা কেনো ?
উউউফ...আগুনের ঝাঁপটা এসে লাগছে আর আমার দেহ টা কে বিবর্ণ করে দিচ্ছে
আমার স্বত্বা দেখছে কি ভাবে পুড়ছি আমি...

আগুনের প্রতিটি কনায় কনায় আমার দেহ পুড়ছে
পুড়তে পুড়তে আমার মানুষরূপি মুখ খানি এখন আর মানুষের মতো নেই।
পরিণত হয়েছে কোনো এক বীভৎস পশুর মতো ।

আমার স্বত্বা আমার কাছে নেই !
শুনতে পাচ্ছি কিছু কিছু  হা হা কার এবং বীভৎস হাসির আওয়াজ চারপাশ থেকে...
হঠাৎ খুব তীক্ষ্ণ আওয়াজ শুনতে পেলাম, উউফ !!
তীক্ষ্ণ শব্দ টি খুব ক্রমেই বেড়ে চলছে...
আমার মস্তিষ্কের  রক্ত কণা আর শিরায় শিরায় যেয়ে আহত করছে আমাকে।

একি !!!
আবার কোথায় এলাম আমি ?

একটি অন্ধকার ঘর
চারদিক খুবই অন্ধকার !!
খুব শীতল একটি ঘর,
ঠাণ্ডায় অনেক কাপছি আমি... আমার দেহে কোনো  বস্র নেই !

হঠাৎ ঘরটি তে কোথাও হতে আলোর একটি রেখা এসে আমার চোখে লাগলো
অন্ধকারের মাঝে হঠাৎ আলোর রেখায় আমার চোখ রক্তাক্ত হয়ে গেলো
আমার চোখ দিয়ে রক্ত পড়ছে !!

আবার সব অন্ধকার !
কিছুই বুঝতে পারছিনা আমি !?
কোথায় আমি ? নরকে ??
একেই কি নরক বলে ?
এটাই কি নরক ?

তাহলে একটু পর পর আমি নরকের রুপ বদলাতে দেখছি কেনো?
একবার পৃথিবীর মতো,আবার আগুনের লীলাভূমি আবার শীতল কোনো ঘর !
হঠাৎ কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি,
এখন আমি আর কোনো কিছুই অনুভব করতে পারছি না
কুকুরের আওয়াজ টি ক্রমেই কাছে আসছে

হঠাৎ কিছু বীভৎস চেহারার কিছু প্রানি দেখতে পেলাম,
আমআকে নিষ্ঠুর ভাবে কামড়াচ্ছে !!
আমার সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে...শুধু রক্ত রক্ত আর রক্ত !!

উউউফফ... আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি সত্যি আমি আজ নরকে ?

আচমকাই আমার স্বত্বা আমাকে জানান দিলো............

মিডি,তুমি নরকে...

Medi... u r in hell !! dnt u knw hell is in the depth middle in the earth !!
that’s why u find some similarity with the earth about hell. And in the hell
everything is invisible...and changeable...there r no peace. u'll face so many changes
withing after few seconds and seconds !! 
sometime it will seems like u r in earth bt so alone...sometime it will feels like
burn ur whole body,sometime  cold in a dark room....sometime beaten u rapidly by Hellhounds !!



Run medi....run.......just run.....u'll find a way to escape.....but u have to run....!!


call ur allah rapidly b’coz  i'm  ur soul and i know u !! u enter to hell so
u can exit from it......but aware from DEVIL or DEMONS !!
If they will catch u,i will exit from ur body forever nd u'll be like a dust in hell.........."

এগুলা কি শুনতে পেলাম আমি ?
আমার স্বত্বা আমার সাথে নেই !!?? আমি ইচ্ছা করে কিভাবে নরকে আসবো?
এও কি সম্ভব ?
আবার আমিই পারবো নরক থেকে বের হতে?

পৃথিবীতে কি এতোটাই পাপী ছিলাম যে মৃত্যুর পর আমার এমন অবস্থা হচ্ছে?
আমার উপর কি এতোই অভিশাপ  জমা হয়েছে যে আমি নিজেও বলতে পারছিনা কেনো আমি আজ নরকে ??

হঠাৎ অচেনা এক রাস্তায় চলে এলাম
পাশ দিয়ে আঁকাবাঁকা ভাবে বয়ে গেছে গাছ-গাছালির ঘন বন,এর মাঝ দিয়েই রাস্তা
আর সে রাস্তাতেই এতক্ষন দৌড়াচ্ছিলাম আমি...নিজেই জানিনা !
পিছে তাকিয়ে দেখি বীভৎস সেই প্রানি গুলো এগিয়ে আসছে...
আবারো কামড়াবে ?
আমি দৌড়াতে শুরু করলাম...
 দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি,
একলা,অসহায়  ভাবে শুধু দৌড়াচ্ছি !!
কোনো ব্যাথা, কোনো অনুভূতি নেই আমার...
শুধু দেখছি হঠাৎ অন্ধকার আবার হঠাৎ আলো,
আমি শুধু অচেনা রাস্তা বেয়ে দৌড়াচ্ছি আর ঐ পিশাচ চেহেরার মতো মানুষের মতো দেখতে বীভৎস প্রানি গুলো পিছু লেগে আছে...
ওরা পিছ দিকে টানছে আমায়...
আমি দৌড়াচ্ছি... নরকের যন্ত্রণায় আমি মুহূর্তে মুহূর্তে  এখান থেকে সেখানে
কোথা থেকে যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানিনা...
আমি শুধু দৌড়াচ্ছি !!

a sequel part from the previous session called  “মৃত্যুময়ী কল্পনা আমার” !
To be continued….


-অবয়ব সিদ্দিকী মিডিয়া 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন