মনে করো কোন এক পড়ন্ত বিকেলে,
সমুদ্রের পারে তুমি একা দাঁড়িয়ে আছো। তোমার চোখে দূর আকাশের স্বপ্ন ভড় করে আছে যে স্বপ্নের ঘোর যেথায় সমুদ্র আর আকাশের সন্ধিক্ষন,সে পর্যন্ত চলে গিয়েছে কখন তাও জানো না !
দাঁড়িয়ে আছো তুমি, জীবনের অনেকটাই পার করে দিয়েছো কিন্তু কখনো নিজেকে শান্তি দিতে পারো নি কিন্তু আজ সে শান্তি কেন যেনো কোনো কারন ছাড়াই তোমার মাঝে এসে বাসা বাঁধতে চাইছে।
সমুদ্রের এলোমেলো বাতাস গুলো তোমার মাথার আংশিক ছেড়ে দেয়া চুল গুলোর সাথে এক জাদুকরী খেলায় মঘ্ন আর তুমি দাঁড়িয়ে ভাজ করা হাত গুলো নিজের বুকের মাঝে রেখে এক দীর্ঘ শ্বাস নেয়ার সুখ অনুভুত করছো।
নিজেকে মেলে ধরেছো আজ আকাশ পানে, যেমনটি সমুদ্রের তীর ঘেঁসে পাখি গুলো উরে যাচ্ছে।
কি এক গোধুলির মাঝে হারিয়েছিলে ভাবছো !
নিজেকে হঠাৎ করেই অনেক বড় মনে হচ্ছে তোমার,কিন্তু সে সাথে অনেক হাল্কা এক অনুভূতি যেনো কতোদিন ধরে হারিয়ে ছিলে কোথায় নিজেই জানো না। আজ নিজেকে কেন যেনো এই সমুদ্র কোলে এসে ফিরে পাচ্ছো।
পানিকে ভয় হয় তোমার তবুও আজ দুটি পা পানিতে ভেজাতে খুব ইচ্ছে করছে তাতে যদি মনে একটু শীতল কোনো ছোঁয়া লাগে।
এগিয়ে গেলে সমুদ্রের অল্প পানির কাছে,আলতো করে পা বাড়িয়ে দিলে। ছোঁবে না ছোঁবে এমন দ্বিধা দন্দে শেষ পর্যন্ত ছুঁয়ে দিলে এবং নিমিষেই বুঝতে পারলে সত্যি সাগর তোমায় ছুঁয়ে দিয়েছে শীতল ভাবে।
ভাবছো, অনেকটা পথ পারি দিয়ে এমন স্বর্গীয় অনুভূতি কখনই তোমার হয়নি ? সর্বদা যেথায় সুখ খুজেছো,সেথায় মিলেছে সুখের বিপরীত শব্দ ! আজ নিজের মাঝেই নিজে সুখ কি করে খুঁজে পাচ্ছো ?
তোমার ভাবার অভ্যাস টা কখনই গেলো না। সুখ তো মানুষ নিজের মাঝেই খুঁজে পায়। কিভাবে সে ব্যাখ্যা অন্য কখনো না হয় বোঝাবো।
সন্ধার সাথে তোমার এমন খেলা চলছিলো আপন প্রানে, হঠাৎ দেখলে বিকেল শেষ আর সন্ধে গরিয়ে রাত নেমে এসেছে। ফিরতে হবে কিন্তু ফেরার মন তো চায়না...
মুখ ফিরিয়ে হঠাৎ পিছলে গেলে,আচমকা তোমার হাতে এক ঝাঁপটা টানে তোমাকে সযতনে ধরে ফেললো স্বপ্নবাজ (!)
চলো,রাত হয়ে গিয়েছে
-আরো কিছুক্ষন থাকি?
ঠাণ্ডা করবে যে
-তাতে কি,তুমি তো আছো
আমি কি তোমার ঠাণ্ডা থামাতে পারবো, পাগলী ?
-না,কিন্তু ঠাণ্ডা লাগলে সে জ্বালা তো সহ্য করতে পারবে
ঠাণ্ডা লাগবে তোমার, জ্বালা সহ্য করবো আমি?
-তাইতো করে এসেছো?
হাহ,বাদ দাও তো। এখন চলো
-একটু তোমার কাঁধে মাথা রাখতে দাও,প্লীজ ?
না করেছি কখনো,দাও তোমার হাত টি ধরি
-আমার সত্যি ঠাণ্ডা লাগছেনা
আমি হাত ধরতে চাইছি
-আমি জানি তোমার কাঁধে মাথা রাখার একমিনিট পরেই তুমি আমাকে তোমার বুকে নিয়ে যাবে যাতে আমার ঠাণ্ডা না লাগে। তুমিনা...
আচ্ছা,তাতে কি তোমার সমুদ্র বিলাশে কোনো অসুবিধে হবে ? আমিতো তোমাকে বুকেই রাখছি তাইনা? এতে তো আরো রোমান্টিক রোমান্টিক একটা ব্যাপার কাজ করা উচিত
-শোন,আমি জানি সব,বুঝি সব...হাহ !!
তাই,সব বুঝো ?
-বুকে রাখবে তো সবসময় ?
শূন্য হয়ে যাবে তো
-মানে ?
তোমায় না রাখলে
-অন্য কেও আসবে না তো শুন্য...
চুপ ! বেশী কথা বলো তুমি,এখন মেজাজ খারাপ করো না তো এই সব মেয়েলী কথা বলে
-হি হি হি, কানে ধরলাম 'সরি'
হুম... অনেক হয়েছে এখন আমার বুকে মাথা রেখেই চলো। সমুদ্রের সাথে অনেক ভালবাসা হয়েছে আপনার
-জানো কিছুক্ষন আগে ভাবছিলাম...
জানি,স্বর্গীয় সুখ... ?
-কি করে জানো ?
কারন,ভালবাসি...
হারাবে না তোমার স্বর্গীয় সুখ বিশ্বাস রাখো,এ সুখ তোমার নিজের প্রাপ্তি
এই সমুদ্র তোমায় তোমার সুখই এতোক্ষন ফিরিয়ে দিচ্ছিলো।
-অবয়ব সিদ্দিকী মিডিয়া
সমুদ্রের পারে তুমি একা দাঁড়িয়ে আছো। তোমার চোখে দূর আকাশের স্বপ্ন ভড় করে আছে যে স্বপ্নের ঘোর যেথায় সমুদ্র আর আকাশের সন্ধিক্ষন,সে পর্যন্ত চলে গিয়েছে কখন তাও জানো না !
দাঁড়িয়ে আছো তুমি, জীবনের অনেকটাই পার করে দিয়েছো কিন্তু কখনো নিজেকে শান্তি দিতে পারো নি কিন্তু আজ সে শান্তি কেন যেনো কোনো কারন ছাড়াই তোমার মাঝে এসে বাসা বাঁধতে চাইছে।
সমুদ্রের এলোমেলো বাতাস গুলো তোমার মাথার আংশিক ছেড়ে দেয়া চুল গুলোর সাথে এক জাদুকরী খেলায় মঘ্ন আর তুমি দাঁড়িয়ে ভাজ করা হাত গুলো নিজের বুকের মাঝে রেখে এক দীর্ঘ শ্বাস নেয়ার সুখ অনুভুত করছো।
নিজেকে মেলে ধরেছো আজ আকাশ পানে, যেমনটি সমুদ্রের তীর ঘেঁসে পাখি গুলো উরে যাচ্ছে।
কি এক গোধুলির মাঝে হারিয়েছিলে ভাবছো !
নিজেকে হঠাৎ করেই অনেক বড় মনে হচ্ছে তোমার,কিন্তু সে সাথে অনেক হাল্কা এক অনুভূতি যেনো কতোদিন ধরে হারিয়ে ছিলে কোথায় নিজেই জানো না। আজ নিজেকে কেন যেনো এই সমুদ্র কোলে এসে ফিরে পাচ্ছো।
পানিকে ভয় হয় তোমার তবুও আজ দুটি পা পানিতে ভেজাতে খুব ইচ্ছে করছে তাতে যদি মনে একটু শীতল কোনো ছোঁয়া লাগে।
এগিয়ে গেলে সমুদ্রের অল্প পানির কাছে,আলতো করে পা বাড়িয়ে দিলে। ছোঁবে না ছোঁবে এমন দ্বিধা দন্দে শেষ পর্যন্ত ছুঁয়ে দিলে এবং নিমিষেই বুঝতে পারলে সত্যি সাগর তোমায় ছুঁয়ে দিয়েছে শীতল ভাবে।
ভাবছো, অনেকটা পথ পারি দিয়ে এমন স্বর্গীয় অনুভূতি কখনই তোমার হয়নি ? সর্বদা যেথায় সুখ খুজেছো,সেথায় মিলেছে সুখের বিপরীত শব্দ ! আজ নিজের মাঝেই নিজে সুখ কি করে খুঁজে পাচ্ছো ?
তোমার ভাবার অভ্যাস টা কখনই গেলো না। সুখ তো মানুষ নিজের মাঝেই খুঁজে পায়। কিভাবে সে ব্যাখ্যা অন্য কখনো না হয় বোঝাবো।
সন্ধার সাথে তোমার এমন খেলা চলছিলো আপন প্রানে, হঠাৎ দেখলে বিকেল শেষ আর সন্ধে গরিয়ে রাত নেমে এসেছে। ফিরতে হবে কিন্তু ফেরার মন তো চায়না...
মুখ ফিরিয়ে হঠাৎ পিছলে গেলে,আচমকা তোমার হাতে এক ঝাঁপটা টানে তোমাকে সযতনে ধরে ফেললো স্বপ্নবাজ (!)
চলো,রাত হয়ে গিয়েছে
-আরো কিছুক্ষন থাকি?
ঠাণ্ডা করবে যে
-তাতে কি,তুমি তো আছো
আমি কি তোমার ঠাণ্ডা থামাতে পারবো, পাগলী ?
-না,কিন্তু ঠাণ্ডা লাগলে সে জ্বালা তো সহ্য করতে পারবে
ঠাণ্ডা লাগবে তোমার, জ্বালা সহ্য করবো আমি?
-তাইতো করে এসেছো?
হাহ,বাদ দাও তো। এখন চলো
-একটু তোমার কাঁধে মাথা রাখতে দাও,প্লীজ ?
না করেছি কখনো,দাও তোমার হাত টি ধরি
-আমার সত্যি ঠাণ্ডা লাগছেনা
আমি হাত ধরতে চাইছি
-আমি জানি তোমার কাঁধে মাথা রাখার একমিনিট পরেই তুমি আমাকে তোমার বুকে নিয়ে যাবে যাতে আমার ঠাণ্ডা না লাগে। তুমিনা...
আচ্ছা,তাতে কি তোমার সমুদ্র বিলাশে কোনো অসুবিধে হবে ? আমিতো তোমাকে বুকেই রাখছি তাইনা? এতে তো আরো রোমান্টিক রোমান্টিক একটা ব্যাপার কাজ করা উচিত
-শোন,আমি জানি সব,বুঝি সব...হাহ !!
তাই,সব বুঝো ?
-বুকে রাখবে তো সবসময় ?
শূন্য হয়ে যাবে তো
-মানে ?
তোমায় না রাখলে
-অন্য কেও আসবে না তো শুন্য...
চুপ ! বেশী কথা বলো তুমি,এখন মেজাজ খারাপ করো না তো এই সব মেয়েলী কথা বলে
-হি হি হি, কানে ধরলাম 'সরি'
হুম... অনেক হয়েছে এখন আমার বুকে মাথা রেখেই চলো। সমুদ্রের সাথে অনেক ভালবাসা হয়েছে আপনার
-জানো কিছুক্ষন আগে ভাবছিলাম...
জানি,স্বর্গীয় সুখ... ?
-কি করে জানো ?
কারন,ভালবাসি...
হারাবে না তোমার স্বর্গীয় সুখ বিশ্বাস রাখো,এ সুখ তোমার নিজের প্রাপ্তি
এই সমুদ্র তোমায় তোমার সুখই এতোক্ষন ফিরিয়ে দিচ্ছিলো।
-অবয়ব সিদ্দিকী মিডিয়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন