"দেখো ভোর হচ্ছে, ভোরের আলো আজ তোমায় ছোঁবে"
আমি বলেছিলাম...মেঘ গুলো ভেসে যাচ্ছে,ঠিক তুমি যেমনি করে ভেসে যাবে আজ অনেক দূরে !!
সে বলেছিলো "তাতে কী,তবুও আজ মিষ্টি কোনো রোদ উঠবে,তোমায় ছোঁবে আলতো করে
"আমি বলেছিলাম...আজ বৃব্ষ্টি আসবে ঘন কালো মেঘ হয়ে, ছোঁবে আমায় অতলে নিবৃতে !!
বৃব্ষ্টি আসছে......আসবে...আসছে ।।
তুমি পাশে নেই... এইতো বৃব্ষ্টি এলো বলে............
তুমি বলেছিলে "বলছো?? তাহলে বৃব্ষ্টি আজ হবে
"আমি বললাম...এতোই যদি বিস্বাস তাহলে কেনো যাচ্ছো ??
হুমম...যদি বলি তোমায় ভেজাতে চাইনা বলে ?
আমিঃ হা হা হা.........ভালোবাসা আসলেই বড় অদ্ভুত !!
কখনো তা কাও কে নিজের করে আবার কখনো তা কাও কে অন্নের করে...
তবুও যে এর নাম ভালবাসা,তাইনা ??
সেঃ আমি তোমাকে এনে দিতে চাই কোন রদ্দু মাখা হাসি
তুমি কেনো এমন করো বলতো...
তুমি কি চাওনা,আমরা একটু ভালো থাকি !!??
তবে কেনো নিজে কে আধারে লুকিয়ে রাখো ?
তোমার জন্য যে এনে দিতে চাই পৃথিবীর সবটুকু সৃখ...
তবে তুমি কেন চাওনা ?
আমিঃ আমি সুখ চাইনা......চাই না রদ্দুর কোনো হাসি...।
ভালবাসি তোমায় বড় নিজের করে রাখি...।
পারবে কি তুমি আমার হতে? ছেরে তোমার ঐ পৃথিবী ??
সেঃ কিছুই বলার নেই আমার......।।
আমিঃ দেখো ভোর হচ্ছে, ভোরের আলো আজ তোমায় ছোঁবে
আজ মিষ্টি কোনো রোদ উঠবে,তোমায় ছোঁবে আলতো করে
আজ বৃব্ষ্টি আসবে ঘন কালো মেঘ হয়ে, ছোঁবে আমায় অতলে নিবৃতে
ভিনদেশী তারা আজ মেঘে ঢাকা...
তবুও ছায়া হয়ে থাকবে ঐ আকাশে ধ্রুব তারা !!
মায়ার রাজ্জে নেই কোনো কল্পকথা
দেখো ভোর হচ্ছে
বৃব্ষ্টি আসছে......আসবে...আসছে...আসবে ।।
আমার প্রোফাইল ঃhttps://www.facebook.com/aboyob
ফেসবুক এ দেখুন এবং আপনার মতামত দিনঃ
https://www.facebook.com/notes/aboyob-siddiquie-medi/%E0%A6%AC%E0%A7%83%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-/504198922926360

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন