শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

নরক !!


আমি বলেছিলাম আমি নরক থেকে বের হতে পারবোনা,সে দরজা বন্ধ...কেও পারবেনা ।

তুমি বলেছিলে "আমি পাড়বো আমার হাত ধরো...আমি তোমাকে বের করে নিয়ে যাবো !!"

আমি হেসে বলেছিলাম সত্যি পারবে ??

সেঃ "হুম......পাড়বো...এই যে আমার হাত...ধরো এবং চলো !!"

আমিঃ নরক থেকে বের করতে হলেতো তোমারও আমার নরকে প্রবেশ করতে হবে ।

সেঃ "আমি তোমার নরকে ঢুকেছি এবং তোমার হাত ধরেছি...চলো এখন !!"

বের করছো...আবার ফিরে আসতে দিবেনাতো ??

তুমি  : "ফেরার পথই ভুলে যাবে...আমি তোমার পাশে থাকতে তোমার কিসের ভয় বলো ??"

আমিঃ চলো...হাত ধরলাম তোমার......বের হই চলো ।।

(জানতাম নরক থেকে কেও কখনো বের হতে পারেনা তবুও বের হয়েছিলাম !! না !! আমার অবয়ব বের হয়েছিল...আমি নরকেই ছিলাম ।।
এই ভেবে কেও একজন আমার জন্য আজ আমার নরকে প্রবেশ করেছে,শুধু আমাকে বের করবে বলে)






হা হা হা............আজ !! আমার অবয়ব আবার ফিরে এসেছে......সেই চেনা পরিচিত নরকে,আমার সত্তার মাঝে !!

সেঃ !!!!????? তার শেষ উক্তিটি না হয় উহ্যই থাকুক !!

আমার হাত দিয়ে আজ অনেক রক্ত ঝরছে...... চোখ দিয়ে রক্তো কান্না বইছে...নরকের যন্ত্রনা আমাকে গ্রাস করেছে আরো নীবির ভাবে............

ভালো থেকো তুমি...............

তোমার কাছে আমি কৃতজ্ঞ !! আমি আজ পথ ভুলে গিয়েছি !! তবে নরকে ফিরে আসার নয়, নরক থেকে বের হবার চিরদিনের পথ ভুলে গিয়েছি !!


















(অবয়ব সিদ্দিকী মিডিয়া)


My FB id:
https://www.facebook.com/aboyob


for your comment:
https://www.facebook.com/notes/aboyob-siddiquie-medi/%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%95-/507906355888950


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন