রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

অলিখিত ডায়রির পাতা থেকে (১)

তোকে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে চাই,
রূপকথার দেশে, যেখানে আমি তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবো
তুই আমার কোলে মাথা রেখে এক শান্তির ঘুম দিবি । তোর টোল পড়া হাসির মুখ খানি আমার কোলে ঘুমন্ত অবস্থাতেও জানান দিবে তুই কতো শান্তিতে ঘুমুচ্ছিস ।
ধরবি আমার হাত ? আমি তোকে সাত সমুদ্রর ওপারে তেরো নদীর গ্রহে নিয়ে যাবো, দেখাবো কি করে তারাদের পথ ধরে আকাশের বাকে বাকে মেঘগুলোর মাঝে রঙ ধনু খেলা করে ।
পাহাড়ের দেশের উঁচুতেও আছে অনেক রুপক গল্প জানিস ?সে দেশের ভাজে ভাজে থাকে অনেক পাহারি কেচ্ছা , কেচ্ছা কি জানিস ?
যে ঝর্না ধারা দেখে এসেছিস শুধু, সে ঝর্না ধারায় তোকে নিয়ে হাবুডুবু খাবো, প্রজাপতি হয়ে উড়ে বেড়াবো।
কি যাবি আমার সাথে ? ধরবি আমার এই হাত ?
একটি শর্ত ? কখনো হাত ছাড়বি না, কি পারবি ?
লল !
মিছে আশা বা কথা কেন বলিস বল তো ?
লোভে ?
ভালবাসা লোভে হয় না রে পাগলী, ভালবাসা হয় প্রবল চাওয়ায় যেখানে আমিহীনা তুই কিছুইনা সেখানে ভালবাসা পাওয়া যায় । আর সে ভালবাসা এখন বিলুপ্ত তাই আমার জগত টাও এখন বিলুপ্ত । তোর মিছে আশা কিংবা প্রলোভন কিছুতেই আমি এখন ভোলবার নই । আমার জগতকে তোরা বলবি রুপকথা বা কি বলে অনুভুতি আর তা দিয়ে তো তোদের দুনিয়া চলে না । ছে ছে, তোদের দুনিয়া তো চলে লম্পট আর চোরামি করে তাইনা ? কষ্ট দিয়ে আর বাটপারি করে, বাস্তবতা ? কি করে পারিস বল তো ? একটা সুন্দর ফুটফুটে হৃদয় কে আঘাত দিয়ে পুরো এক মনুষ্য জাতি থেকে তাঁর বিশ্বাস উঠিয়ে দিতে ? ভালবাসার এভাবে খুন না করলে তোদের হ্য় না তাইনা ? আবার বলিস হাত ধরবি ? চিরোকালের জন্য ?
হাহ... ভালবাসা ! পাশে থাকা্‌, যত্তসব ফালতু অনুভুতি ! ধিক্কার ধিক্কার... আমার মতো ভালবাসায় বিশ্বাসী মানুষদের জন্য ।
অলিখিত ডায়রির পাতা থেকে
Aboyob Siddiquie Medi
(এপ্রিল ৩,২০১৫ রাত ১ টা )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন