বুধবার, ১৬ জুলাই, ২০১৪

এক ছোট্ট শহড়ে তুমি আর আমি ?

স্বপ্নপরী, 
অনেকদিন হয় তোমায় নিয়ে কিছু লিখিনা । কোথাও ঘুরেও আসি না তোমার আর আমার স্বপ্ন জগতে। চলো আজ ঘুরে আসি ? তোমায় নিয়ে অনেক ঘুরতে ইচ্ছে করছে । 

চলো হারিয়ে যাই কোনো এক ছোট্ট শহড়ে, জানো তো এসব বড় বড় শহড়ের চাইতে ছোট্ট শহড় গুলোতে বেশী ভালো লাগা কাজ করে ? অনেক শান্তি এবং নীরবতা সেখানে। আর আমাদের তো নীরবতা আর শান্তিটাই ভালো লাগে তাইনা? যাবে আমার সাথে ? আমি তোমায় নিয়ে যাবো আমার পরিচিত এক ছোট্ট শহড়ে।
যেথায়, তোমার আর আমার একটা ঘর থাকবে শহড় থেকেও ভিতরে,গাছ-গাছালির ভেতর দিয়ে যে সরু রাস্তা চলে গিয়েছে সে রাস্তার পারে । আমি সেখানে তোমাকে একটা সাইকেল দিবো? তুমি সাইকেল করে ঘুরে বেড়াবে আর আমি তোমার সাইকেলে করে ঘুরে বেড়ানোর ছবি তুলবো ।
আমাদের ঘর থেকেই বেশ কিছুদূরে একটা খালের মতো রয়েছে ! এখনো জানিনা সেটা খাল নাকি ছোট নদী ! আমি এসব কম বুঝি জানই তো ? একদিন তোমায় নিয়ে সে খালে নৌকা নিয়ে বেড়াবো।না পানি বেশী না, আমি-তুমি কেও সাতার জানি না তবে এতোটুকু পানিতে আমরা দুজনেই নিরাপদ। আমি আর তুমি দুজনে নৌকা চালাবো দুপাশ হতে এবং সে খালের একটি জায়গায় নিয়ে যাবো তোমায়। অদ্ভুত এক যায়গা, চারপাশে কোনো কিছুই নেই কিন্তু খালের শুধু একটা যায়গায় সারি করে দুপাশে বড় বড় গাছ চলে গিয়েছে। সেখানে কিছুক্ষন থেমে আমারা আবার ফিরে আসবো । একি !! সেখানে যেয়ে ফিরতে না ফিরতেই বৃষ্টি শুরু হয়ে গেলো ! এখন কি করা যায় ? চলো পারে যেয়ে একটি গাছের নিচে দাড়াই ? না ! তোমার তো আবার ক্ষিদে পেয়েছে?
আচ্ছা, বৃষ্টি টা একটু কমলেই এক দৌড়ে শহরের ওপাশের রেস্তেরাতে গিয়ে বসবো।
সন্ধ্যে হয়ে গেলো তো, রেস্তেরা তে বসে অর্ডার দেয়ার পড় থেকে খাবারের কোনো হদিস থাকে না।
আর তুমিও দেখি ক্ষিদের কথা ভুলেই গিয়েছো, সেই কখন থেকে কথা বলেই যাচ্ছো আর হেসেই যাচ্ছো। জানো, তোমার হাঁসি দেখতে দেখতে আমি আমার খাওয়ার কথাও ভুলে গিয়েছিলাম।
সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেলো এবং আমাদের খাওয়া শেষ। কি ভাবছো ? আমি কৌশলে তোমার সাথে আরেকটি Candle Light Dinner করে ফেললাম ? হা হা হা... ভাবতেই পারো ! না এটা আমার Pre-Plan ছিলো না মোটেও এবং এই রেস্তেরার কাওকে আমি চিনি না ! ইয়ে মানে সত্যিই বলছি বিশ্বাস করো ? যাইহোক, তোমার জন্য একটা গিফট কিনেছিলাম, নিবে না ?
আমি বরং দেখি বিলটা দেয়ার কাওকে খুজে পাই নাকি ? রেস্তারায় কাওকেই দেখছি না ।

আচ্ছা, রেস্তরায় কি সাম্বা গান বাজছে ? কিভাবে ? তোমার খুব ফেভারেট ! দাড়াও আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি।বুঝতেই পারছো পুরো রেস্তেরায় এখন তুমি আর আমি তো সাম্বা গান এর সাথে যুগল সাম্বা নাচ তো দিতেই হবে। তুমি আর আমি ? আজ বেশ রোম্যান্টিক মুড এ আছি তো আজ তোমার সাথে নাচতে আমার কোনো আপত্তি নেই।

এমন একটা দিন সত্যি শেষ হওয়া উচিত না, এমন একটা Dateও শেষ হওয়া উচিত না আর এমন একটা চিঠিও শেষ হওয়া উচিত না যেখানে আমি একমাত্র তোমাকে নিয়ে হারিয়ে যাই আমার কোনো এক অজানা কল্পনার জগতে যাকে আমি নাম দিয়েছি Fantasy World !
Sometime we need fantasy,right ? because a little bit of fantasy make us feel to relieved and good to back in our real world.

যাইহোক, রাতটা তোমার চোখের পাতায় আর তোমার চুলের খোঁপায় কাটিয়ে দিতে চাই।যদিও আমার খোলা চুল পছন্দ তবে আজ কেন যেনো তোমায় খোঁপা করা দেখতেই ভালো লাগছে।কপালের টিপ টাও বেশ ভালো লাগছে। যেখানেই থাকো তুমি ভালো থেকো আর অনেক অনেক সুখে থাকো... পারলে দেখা দিও...

-অন্তহীন অপেক্ষারত
সপ্নবাজ !




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন