নরক বালক বলছি......
অনেক কস্ট হচ্ছে আমার। একি !! কি বলছি এসব ? নরক বালকের আবার কস্ট হয় নাকি ?? হঠাৎ করেই চারিপাশ এতো নিরব কেনো লাগছে ?
এতই নিরব যে একটা পিন এর আওায়াজও আমার কানে এসে লাগলে আমার মাথা টা ছিরে যাচ্ছে এমনটা মনে হচ্ছে... দেয়ালে কি ঘড়ি আছে ? তাহলে ঘরির কাঁটার শব্দ শুনছি আমি এতো জোরে জোরে? না !! আমার নিঃশ্বাসের শব্দ !! আরে নিশ্বাসের শব্দ কিভাবে শুনবো ? আমি কি বেঁচে আছি ? আমিতো মৃত !! আওায়াজ টা অনেক বেশী কষ্ট দিচ্ছে...
আমার চোখ দিয়ে রক্ত বইছে...কাঁদতে পারছিনা আমি... কেনো এমন হয় ?? নরক বালক হয়ে নরকটাকে গুছিয়ে নিয়েছিলাম আমি... কিন্তু সে নরকো আজ বড় অচেনা লাগছে
!! নিজেকে চিনতে পারছিনা আমি... অশ্মরীর কান্না দেখেছো কখনো ?? কখনো কোনো নরক বালকের হাহাকার শুনেছো কান পেতে ? পারবেনা শুনতে... সে ক্ষমতা তোমাদের নেই......।। তোমরা কি বুঝো আয়নায় নিজের চেহেরা দেখতে গেলে তোমরা নিজের মুখোশ যখন দেখো অথচ একবারো নিজের অন্তঃসত্ত্বা টের পাওনা !! যদি টের পেতে তাহলে বুঝতে !!
চারিপাশে এতো রক্ত কেনো আমার ? মুখোশ পড়া পিশাচ গুলো ধেয়ে আসছে আমার দিকে... ওরা আমাকে অনেক কুৎসিত ভাবে কামড়ে খাবে... নঘ্ন করে আমার শিরায় শিরায় কামড়ে আমাকে ছিরে ছিরে টুকরো করে দিবে... খুব কষ্ট হবে আমার... নরকের এ কষ্ট নতুন কিছুনা আমার কাছে... কিন্তু আমি কোনো অনুভুতি পাচ্ছিনা কেনো আজ ? এতদিন তবু অনুভুতি ছিলো !! কষ্ট হত যখন ওরা আমাকে ছিরে ছিরে হিংস্র হায়নার মতো বাঁ পাগল কুকুরের মত খেতো !! তাহলে কি অনুভুতি শুন্য হয়ে গেলাম ? এ জন্যই কি অচেনা লাগছে সব কিছু !! নরক টা কেও ঘোলাটে লাগছে !! কিন্তু নরকের কষ্ট টা অনেক বেশী তীক্ষ্ণ !!
একটা তীক্ষ্ণ সুই এর মত করে মাথার মধ্যে কিছু একটা খুব বেশী কষ্ট দিচ্ছে !! কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কোনো অনুভুতি হচ্ছেনা !! এ আবার নরকের কোন রুপ ? নরক রুপ পাল্টায় ক্ষণে ক্ষণে জানি ! তবে এমনটা নতুন !! সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে... চোখ ঝাপসা হয়ে আসছে...
আচ্ছা !! আমিতো মরে গিয়েছি !! আমার শরীর বলতে কিছু নেই !! সত্ত্বাও নেই !! তবে আমি কি ? বেঁচেও নেই !! তাহলে এগুলো কি হচ্ছে ?? আমি কি বেঁচে আছি তাহলে ? বেঁচে থাকলে তো অন্য রকম হওয়ার কথা ছিলো !!
নরকে তো অনেক আগে থেকেই আছি... তবে এতটা অচেনা তো কখনো মনে হয়নি !! তার মানে কি আমার সত্ত্বা বাঁ সত্ত্বার সঙ্গিনী হয়ে কেও আমাকে ছুঁতে চেয়েছিলো বাঁ ছোঁওয়ার চেষ্টা করেছিলো !!?? হয়তো ছুঁতে চেয়েও ছুঁতে পারেনি !! পারবে কি করে ?? এ কি আর সম্ভব ? নরকে বাস করা কোনো বালক কে কি কখনো ছোঁওয়া যায় ? যায়না !!
এ জন্যই আমার নরকটা অনেক অচেনা লাগছে... মুখোশ দিয়েও ঢাকতে পারছিনা আমি আমার মুখমণ্ডল !! কারন আমি নরক বালক হতে পারি মুখোশধারি কোনো মুখোশ আত্মা না !!
পিশাচ গুলো আমাকে কামড়ে খাচ্ছে !! কোনো অনুভুতি হচ্ছেনা !! শুধু রক্ত দেখছি... আর ঘোলাটে হয়ে ঝাপসা হয়ে আসছে আমার নরক !! কষ্ট পাচ্ছি শুধু একটি তীক্ষ্ণ সুইয়ের মত শব্দ খুব বাজে ভাবে মাথায় আক্রমন করছে... কানে হাত দিয়েও আওয়াজ টা থামাতে পারছিনা অথচ প্রথমেই বলেছি নরক টা আজ অনেক নীরব !!! শুধু এই আওয়াজ টা থেমে গেলেই হয়তো নরকে শান্তি না থাকলেও চোখটা বুঝতে পারতাম আর মুক্তি মিলতো আমার !! মুক্তি !!?? হা হা হা হা হা...... আমি চাচ্ছি মুক্তি !!??
সপ্নপরী !!
অনেক ধন্যবাদ তোমাকে, জানি তুমিই ছুঁতে চেয়েছিলে আমাকে !! অনেক ধন্যবাদ তোমাকে কিছুদিনের জন্য আমাকে নরক থেকে বের করে নেয়ার তোমার সবটুকু চেষ্টা করার জন্য !! আসলে তোমার কোন ভুল বা দোষ নেই... আমার জায়গা এই নরকেই... এখান থেকে বের হওয়া আমার সম্ভব না। তুমি তো সপ্নপরী ছিলে আমার যখন স্বপ্নরাজ্য বলতে কিছু ছিলো !! এখন তো আর সপ্ন নেই সেই রাজ্যও নেই তাই তুমিও আসতেও পারবেনা !! কারন যে সপ্নপরী সে নরক বালক কে ছুঁতে পারবেনা এটাই স্বাভাবিক !! তবুও তুমি আমার সপ্নপরী ছিলে তাই হয়তো আমার সত্ত্বাও হার মেনে ছিলো তোমার কাছে এবং দূর থেকেই হোক আর ভিশন কাছ থেকেই হোক তুমি আমাকে ছুঁয়ে দিয়েছিলে তাই হয়তো পেরেছিলে নরক থেকে বের করে নেয়ার চেষ্টা করতে !! তাই আজ নরক হঠাৎ করেই অচেনা লাগছিলো আমার কাছে !!
সপ্নপরী, ভালো থেকো তুমি !! আগুনে পুরে ঝলছে যাচ্ছি আমি... হারিয়ে যাবো নরকের অন্য কোনো গহব্বরে হয়তো আবার খুব শিগ্রই !! ভালো থেকো... নরকে চোখ বুঝতে চাই আমি... সম্ভব একমাত্র তোমার ভালো থাকার মাঝেই !! জানি অনেক ভালোবাসো তাই আমার চোখ বুঝতে দেয়াটাও তোমার হাতেই এখন !!
Sorry !! নরক বালক হয়ে তোমাকে কষ্ট দেয়ার জন্য !!
তীক্ষ্ণ সুইয়ের মত শব্দ টি খুব বাজে ভাবে মাথায় আক্রমন করছে... কানে হাত দিয়েও আওয়াজ টা থামাতে পারছিনা শুধু এই আওয়াজ টা থেমে গেলেই হয়তো নরকে শান্তি না থাকলেও চোখটা বুঝতে পারতাম...... আমার চোখ বুঝতে দেয়াটাও তোমার হাতেই এখন...
-অবয়ব সিদ্দিকী মিডিয়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন