স্বপ্নপরী,
অনেকদিন হয় তোমার সাথে কথা হয় না !! তুমি কি রাগ করেছো ?
কি করবো বলো? আমি যে বড়ই আলসে হয়ে গেছি... একটা ডায়রি কিনে যে লিখবো সে ধৈর্য টাও হচ্ছে না !! আরে কিনতেও তো হবেনা... ডায়রি তো মৌ কিনেই রেখেছে ! শুধু ওর সাথে দেখা করে নিয়ে আসা...তাও হচ্ছে না।তাই তোমার সাথে কথা বলা হয়ে উঠছে না।
কী !! এখন জীদ করছো... বলবে আমি আর তোমাকে আগের মতো মিস করি না !! নাকি বলবে ভালইবাসি না !!
হা হা হা... যা খুশি বলো কিন্তু তুমি নিজেই কিন্তু জানো আমি তোমাকে ছাড়া কতোটা অসহায় !!
তোমার সাথে আমার চিঠি তে কথা হচ্ছেনা কিন্তু প্রতিনিয়তই তোমার সাথে আমি কথা বলছি।আমার সব কিছু শেয়ার করছি।
কীভাবে ?
কেন...আমি যে একা একা কথা বলি আর সেগুলো যে আপনি লুকিয়ে লুকিয়ে শুনেন সেগুলো কার সাথে বলি?
তো তোমার কাছ থেকে আর দূরে গেলাম কখন বলো ?
সত্যি কথা বলতে অনেক আউলিয়ে গিয়েছি আমি...
তোমাকে আর কি বলবো বলো? সবই তো জানো।
কিছুদিন আগে তো কম ঝড়ঝাপটা পার করলাম না !! একবার এই অসুখ তো ঐ অসুখ !! কিডনির ব্যাথা নিয়ে কষ্ট করলাম আবার বাস এর ধাক্কায় পা নিয়ে কষ্টে আছি !! একবার হাত ভাঙ্গে তো পা ভাঙ্গে !! ঠিক হলে আবার এই অসুখ হয় তো ঐ অসুখ !! একটার পড় একটা লেগেই আছে... গুছিয়ে উঠতেই পারছিনা !! মাঝে মাঝে তো মন চায়...... সরি !! ঐটা বললেতো খুন করে ফেলবা !!
মানুষ সবচেয়ে অসহায় হয়ে পড়ে যখন সে তার সত্ত্বা খুঁজে পায়না।আমিও তো আমার সত্ত্বা হারিয়ে ফেলেছি...এখন আবার খোঁজাখুঁজি শুরু করেছি !
কি করবো বলো...হয়তো সত্ত্বা ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু সে তো মানুষ না পাথর ! আর আমি পাথর হয়ে বাঁচতে চাই না। তারচেয়ে বড় কথা আমার সত্ত্বা আমার কাছে না থাকলে আমি তোমাকে খুঁজে পাই না ! এমন কেনো হয় বলোতো ?
এখন তো বলবে “যাও অন্য মেয়ের সাথে...আরো প্রেম করো গিয়ে”
লল !!
কিন্তু তার পড়েই তো আবার জড়িয়ে ধরে বলবে “এমন করো কেন বলতো !! তুমি এতো বোকা কেনো...কেউ এসে তোমাকে আমার মতো করে একটু মায়া দেখালে তুমি সে মায়ায় হারিয়ে যাও...কেন বোঝোনা আমি যেদিন তোমার কাছে আসবো সেদিন আমি নিজেই তোমাকে বলবো আমি তোমার পরী ।“
তা বাবুটা সে দিন কবে আসবে ? আদৌ কি আসবে নাকি আমি সারাজীবন এই ললিপপ দেখেই কাটিয়ে দিবো !!!?? :p
এখন তো আর কথা বের হবে না !! চুপই থাকো...পারো তো খালি শাসন টাই করতে।
না না না !! আহহহ !! রাগ করো না প্লীজ্জজ্জজ......... আদরও তো করো !!
হা হা হা !! আচ্ছা বাবু আমি কি সত্যি অনেক পাল্টে গিয়েছি ?
জানো পরী!! অনেক কষ্ট হয় এখন...
আমি এখন অনেক একা একটা মানুষ !
আমার সব আছে...আমার বাবা-মা আমাকে নিয়ে এখন অনেক খুশি। তুমি তো এমনটাই দেখতে চেয়েছিলে আমাকে,তাইনা ? ভালো একটা ছাত্র এবং ভালো একটা ছেলে হয়ে চলতে?
আমি তাই হয়েছি । সবার কাছে আমি এখন খুব ভালো ! শুধু আমার কাছের মানুষ গুলো বাদে !!
সবাই কে তাড়িয়ে দিয়েছি ।
সারটাক্ষন নিজেকে বন্ধি করে রাখি নিজের ক্যানভাস এ আর এই চারটা দেয়ালের মাঝখানে যার নাম দিয়েছিলাম নরক !!
জানো,এখন না খুব কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারি না !! অনেক কঠিন হয়ে গিয়েছি... কোনো কিছুই আর আমাকে স্পর্শ করেনা।
কষ্ট পেলেও কীভাবে যেন লাগাম দিয়ে দেই।
মানুষ আমাকে কর্কশ বলে !!
শুনলে অনেক বেশী অবাক হবে আমার আর এখন কোনো বন্ধু নেই !
কোনো আপন বা কাছের মানুষ নেই যার সাথে কিছু কথা বলা যায় !!
ওহ...তোমাকে তো বলাই হয়নি !! জানি অনেক কষ্ট পাবে তবুও বলি কারন এই কথাটা আরাল করলে তুমি পড়ে এর চেয়েও বেশী কষ্ট পাবে !!
আর তা হচ্ছে ..আমি গান গাউয়া ছেড়ে দিয়েছি !
আমি আর গান গাই না !! আমার আর কোনো অ্যালবাম তুমি পাবেনা বলে অনেক দুঃখ প্রকাশ করলাম! তবে হ্যাঁ...তোমার জন্য তো আমি সবসময়ই আছি ! এই হেঁড়ে গলায় সবসময়ই তোমাকে গান শুনাবো ! নতুন গান বানাবো আর তোমাকে শুনাবো !!
আরে !! কাঁদছো কেনো ?? আজব !!
আমি তোমার কান্না দেখতে পারিনা তো পরী...
আচ্ছা কাঁদছো কেনো বলতো ??
আমি কষ্টে আছি আর তা তোমার কাছে লুকাচ্ছি বলে ?
নাকি এই ভেবে,যে মানুষটার প্রান ছিল গান সে কীভাবে গান ছাড়ে ??
আমি কিছুই বলবো না !!
সবই জানো...নতুন করে বলতে চাই না !
যদি বলো আমি এমন কেনো করছি বা কেনো এতো অগোছালো অবস্থা করছি তাহলে বলবো “জানিনা” !!
যদি বলো নিজেকে ঠিক করতে তাহলে নিজের ক্রধ থেকেই বলবো “পাড়বো না”
যদি বলো এমন করলে তুমি আবার চলে যাবে তাহলে বলবো “আমাকে আর তাহলে বাচাতে পারবে না”
আর যদি জিজ্ঞেস করো কি করলে ঠিক হবো তাহলে নিচের কবিতা তোমাকে দিলাম !!
অনেকদিন পড় লিখলাম তোমায় !! জানি অনেক বিরক্তকর তবুও লিখলাম...হোক বাজে বা কাঠ-কট্টা তবুও লিখলাম কারন তাও তো বলতে পাড়বো লিখেছি !! খুব দ্রুত তোমাকে আরেকটি চিঠি দিবো...
এই নাও তোমার কবিতাঃ
পদ্মাবতী পদ্য বাটি
সাপ কেড়েছে বসত বাড়ী
উঠন কোনায় গোপন গর্ত
সাপ খাবে সব পদ্ম আটি
পদ্মাবতী পদ্য মাটি
অমন যে সে বর্ণ চোরা, সেউ বুঝেছে ভুল
ভুল করে তাই বিষ ঢেলেছি, গোলাপ ফুলের হুড় !!
"সাদা ক্যানভাস,আমাকে আর উত্তেজিত করেনা
আমার চাই রক্ত মাংসের ক্যানভাস !!
যে ক্যানভাস কথা বলে, শরীরে শরীর মেলায় !
যে ক্যানভাসের সাথে চোখে চোখ পড়লেই সত্ত্বা জুড়ে খেলা করে
অচেনা কোনো শিহরণ !!
যার ছোঁয়ায় নিজের জগতে শুন্যতা খেলা করেনা
যার চুম্বনে পৃথিবীতে নিজেকেও একজন সুখী মানুষ বলেই মনে হয় !!"
বলতে পারো সে ক্যানভাস কে ??
" স্বপ্নপরী " !!
-অবয়ব সিদ্দিকী মিডিয়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন